Motorola Frontier: ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং, আসছে মোটোরোলা ফ্রন্টায়ার
Motorola Edge 30 Ultra: মোটোরোলা ফ্রন্টায়ার ফোন মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন নাম নিয়েও লঞ্চ হতে পারে। দেখে নিন এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার।
কলকাতা: ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) বেশি রেঞ্জের প্রাইমারি ক্যামেরা সেনসর, ১২৫ ওয়াটের (125W Fast Charging) ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে লঞ্চ হতে চলেছে মোটোরোলার (Motorola) নতুন আলট্রা ফ্ল্যাগশিপ ফোন মোটোরোলা ফ্রন্টায়ার (Motorola Frointier)। অনুমান জুলাই মাসে এই ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, মোটোরোলা এজ ৩০ আলট্রা (Motorola Efge 30 Ultra) নামেও লঞ্চ হতে পারে এই ফোন। এই প্রথম কোনও ফোনে এত হাই রেঞ্জের ক্যামেরা থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে অন্যান্য আরও ক্যামেরা সেনসর থাকবে এই ফোনে।
এছাড়াও দুর্দান্ত ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে চলেছে এই ফোনে। এই প্রথম মোটোরোলা এজ ৩০ আলট্রা বা ফ্রন্টায়ার ফোনের সঙ্গেই ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। জুলাই মাসে লঞ্চ হতে পারে এই ফোন যা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল দেখা দিয়েছে গ্যাজেট প্রেমীদের মধ্যে। মোটোরোলার আরও একটি স্মার্টফোন জুলাই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ৪ জুলাই দেশে লঞ্চ হবে মোটোরোলা জি৪২ ফোন। এই ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।
মোটোরোলা এজ ৩০ আলট্রা বা ফ্রন্টায়ার মডেলের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- ৬.৬৭ ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। স্ক্রিনের রেজোলিউশন এইচডি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে মোটোরোলার আসন্ন এই স্মার্টফোনে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে।
- ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে মোটোরোলা ফ্রন্টায়ার ফোনে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে।
- ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে মোটোরোলার এই ফোনে। এর পাশাপাশি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলার নতুন ফোন, চমক থাকবে রেয়ার প্যানেলে, কবে লঞ্চ?