Motorola Smartphone: ভারতে কবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৪০ সিরিজের ফোল্ডেবল ফোন?
Motorola Razr 40 Series Foldable Phone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৪০ আলট্রা (রেজর প্লাস নামেও পরিচিত) এবং মোটোরোলা রেজর ৪০ (রেজর নামে পরিচিত) - এই দুই ফোন।
Motorola Smartphone: ভারতে ফোল্ডেবল ফোনের (Foldable Phone) সিরিজ লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। সম্প্রতি কর্তৃপক্ষ মোটোরোলা রেজর ৪০ সিরিজের ফোল্ডেবল (Motorola Raze 40 Series Foldable Phone) ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। ২২ জুন ভারতে আসছে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোল্ডেবল ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চের পর এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। এর পাশাপাশি মোটোরোলার ভারতীয় ওয়েবসাইটে রেজর ৪০ আলট্রা ছাড়াও অন্যান্য অ্যাফোর্ডেবল রেঞ্জের রেজ ৪০ ফোল্ডেবল ফোনের নাম দেখা গিয়েছে।
ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৪০ সিরিজের ফোল্ডেবল ফোন। এই তালিকায় মোটোরোলা রেজর ৪০ আলট্রা (রেজর প্লাস নামেও পরিচিত) এবং মোটোরোলা রেজর ৪০ (রেজর নামে পরিচিত) - এই দুই ফোন রয়েছে। একই দিনে অর্থাৎ ২২ জুনই এই দুই ফোন লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। তবে ২২ জুন হাই রেজের মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোল্ডেবল ফোন যে লঞ্চ হবে তা জানা গিয়েছে। দ্বিতীয় ফোন অর্থাৎ মোটোরোলা রেজর ৪০ সেদিনই লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।
iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৪ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G)। প্রসঙ্গত উল্লেখ্য, শোনা গিয়েছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের দাম ৩৮ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকার মধ্যে হতে পারে। এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আইকিউওও সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করেনি।
Nothing Phone (2): ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে। ১১ জুলাই সন্ধে ৮টা ৩০মিনিটে শুরু হবে ভার্চুয়াল ইভেন্ট। সেখানে লঞ্চ হবে নাথিং ফোন (২)। এই ফোনের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হতে পারে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।