Poco F4 5G: বিক্রি শুরু হতেই ৪০০০ টাকা ছাড় পোকো এফ৪ ৫জি ফোনে, কীভাবে পাবেন দেখে নিন
Poco F4 5G Offer: খুব অল্পদিনের জন্যই পোকো এফ৪ ৫জি ফোনের দামে এই ছাড় চলবে। তাই আর দেরি না করে জেনে নিন সবিস্তারে।
কলকাতা: ভারতে পোকো এফ৪ ৫জি (Poco F4 5G) ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। প্রাথমিক পর্যায়েই এই ফোনের দামে মোট ৪০০০ টাকা ছাড় রয়েছে। কীভাবে পাবেন এই ছাড় সেটাই এবার জেনে নিন। বিক্রি শুরুর পর সরাসরি ১০০০ টাকা ছাড় দিয়েছে পোকো (Poco) সংস্থা। এর ফলে পোকো এফ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম হয়েছে ২৬,৯৯৯ টাকা। মাঝের মডেলের দাম ২৮,৯৯৯ টাকা এবং টপ মডেলের দাম হয়েছে ৩২,৯৯৯ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চের সময় পোকো এফ৪ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা।
এসবিআই- এর কার্ডে ফোন কিনলে ক্রেতারা ৩০০০ টাকা ছাড় পাবেন। সেক্ষেত্রে বেস মডেলের দাম কমে হবে ২৩,৯৯৯ টাকা। এরপরের রেঞ্জের দাম হবে ২৫,৯৯৯ টাকা। আর হাই অর্থাৎ টপ-এন্ড মডেলের দাম হবে ২৯,৯৯৯ টাকা। শুধু এসবিআই নয়, HDFC ব্যাঙ্কের ক্ষেত্রেও এই পরিমাণ ছাড় পাবেন ক্রেতারা। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই অফার।
পোকো এফ৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং প্রসেসর- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে।
ক্যামেরা- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ব্যাটারি এবং চার্জিং- ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে পোকো এফ৪ ৫জি ফোনে। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। ফোনের ওজন ১৯৫ গ্রাম। উল্লেখ্য বিষয় এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব নয়।
আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং, আসছে মোটোরোলা ফ্রন্টায়ার