(Source: ECI/ABP News/ABP Majha)
Gmail News: বন্ধ হচ্ছে Gmail ! কী বলল গুগল
Gmail Shut Down: জিমেইল নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে এবার মুখ খুলল গুগল।
কলকাতা: জিমেইল পরিষেবা নিয়ে এবার জোরালো বার্তা দিল গুগল। সম্প্রতি গুগলের জিমেইল নিয়ে বেশ কিছু গুজব রটছিল। ‘গুগলের জিমেইল পরিষেবা বন্ধ হয়ে যাবে দ্রুত। আগামী ১ অগাস্ট থেকেই নাকি গুগল এমন পদক্ষেপ নিচ্ছে।’ সম্প্রতি এই ধরনের বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে এক্স প্ল্যাটফর্মে। যা নিয়ে অনেকের মনেই দুশ্চিন্তা, উদ্বেগ তৈরি হয়। কারণ অনেকেই জিমেল অফিসের কাজে ব্যবহার করে থাকেন। অফিসিয়াল মেইল ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি পরিষেবা পেতে এটি ব্যবহার করা হয়। সেসব জল্পনার অবসান করল গুগল।
গুগলের তরফেও এই দিন একটি টুইট করা হয়েছে। তাতে টেক জায়ান্ট সংস্থাটি লেখেন, ‘ইজ হিয়ার টু স্টে’। অর্থাৎ গুগল থাকার জন্যই এখানে এসেছে ((Gmail Is Not Shutting Down))। তাদের এই বাক্যেই স্পষ্ট বার্তা দেওয়া হয় যে গুগল বন্ধ হচ্ছে না।
হঠাৎ কেন এই গুজব ?
হঠাৎ কেন এই গুজব রটল তাহলে ? আসলে গুগলের একটি নির্দিষ্ট ফিচার বন্ধ হয়ে যেতে চলেছে। সেটি হল HTML ভিউ ফিচার (Gmail Shutting Down HTML Feature)। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই এই নিয়ে ঘোষণা করেছিল গুগল। বলা হয়েছিল, এই ফিচারটি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। জানুয়ারির পর থেকে আর এই ফিচার ব্য়বহার করা যাবে না।
HTML ভিউ ফিচারে কী সুবিধা ছিল ?
বর্তমানে ৫জি-এর যুগ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন আগেও তেমনটা ছিল না। কয়েক বছর আগের কথা দেখতে গেলে ৩জি-এরই জয়জয়কার ছিল। এই নেট স্পিড আদতে অনেকটাই কম। যার ফলে বেশি নেট প্রয়োজন এমন অ্যাপ খুলতে সময় লাগত। গুগল অ্যাপও তার ব্যাতিক্রম ছিল না। সেই কারণেই HTML ভিউ ফিচারটি রাখা হয়। যাদের নেট স্পিড কম, তাদের জন্য এই সুবিধা দেওয়া হত। অল্প নেট দিয়েও দেখা যেত নতুন আসা মেলগুলি। কিন্তু এবার থেকে আর তা হবে না।
স্ট্যান্ডার্ড ভিউ
গত কয়েক বছরে জিমেল অ্যাপটির ব্যবহার বেড়েছে। এমনকি নানা সরকারি ও বেসরকারি পরিষেবা পেতেও এর ব্যবহার বেড়েছে। এর সঙ্গেই পাল্লা দিয়ে বিভিন্ন আপডেট নিয়ে এসেছে গুগল। সেই আপডেটেরই একটি হল স্ট্যান্ডার্ড ভিউ। এবার থেকে সেই ভিউই দেখা যাবে বলে জানিয়েছে গুগল। HTML ভিউ ফিচারটি আর দেখা যাবে না। তবে জিমেল পরিষেবা আগের মতোই চালু থাকবে বলে আশ্বস্ত করেছে গুগুল।
আরও পড়ুন - ChatGPT: আসছে দেশীয় AI 'হনুমান', সবার হাতের নাগালে!