Google Pay অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে চান ? জেনে নিন উপায়
Google Pay: এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী ব্যালেন্স চেক, পণ্যের বিল পরিশোধ , ফোন নম্বর রিচার্জ, পোস্টপেইড ও ব্রডব্যান্ড বিল শোধ করতে পারে।
Google Pay: ভারতে ব্যবহৃত UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে Google Pay-র নাম। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী UPI ঠিকানার ফোন নম্বর ব্যবহার করে সরাসরি তাদের লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করতে পারেন। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী ব্যালেন্স চেক, পণ্যের বিল পরিশোধ , ফোন নম্বর রিচার্জ, পোস্টপেইড ও ব্রডব্যান্ড বিল শোধ করতে পারে।
Google Pay: স্থায়ীভাবে বন্ধ করতে চান গুগল পে ?
আপনি যদি পরিষেবাটি ব্যবহার করতে না চান, তাহলে সহজেই স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন Google Pay অ্যাকাউন্ট। জেনে নিনি কীভাবে করবেন এই কাজ। এই কয়েকটি ধাপ অনুসরণ করলেই নিশ্চিত হবেন আপনি।
Google Pay Account: জেনে নিন পদ্ধতি
১ প্রথমে আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলুন।
২ এখন উপরের ডানদিকে কোণায় আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩ এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
৪ এখন উপরের ডানদিকে কোণায় আসা তিনটি বিন্দুতে প্রেস করুন। তারপরে রিমুভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
৫ এই পর্বে এসে Google Pay-র সঙ্গে লিঙ্ক করা অন্য অ্যাকাউন্টগুলি রিমুভ করতে একই কাজ করুন।
৬ এই সব অ্যাকাউন্ট মুছে ফেলার পরে উপরের সেটিংসে ক্লিক করে সাইন আউট করুন।
৭ আপনি সাইন আউট বোতামে ট্যাপ করার পরে Google Pay আপনাকে একটি পপআপ বার্তা দেখাবে “Sign out of your account?
৮ অ্যাপটি পুনরায় চালু করতে চাইলে আপনাকে ফের UPI অ্যাকাউন্ট সক্রিয় বা অ্যাকটিভেট করতে হবে।
৯ মনে রাখবেন, আগে Google Pay একটি ডেডিকেটেড ক্লোজ অ্যাকাউন্ট অপশন অফার করত।তবে সাম্প্রতিক আপডেটের সঙ্গে তা সরিয়ে দিয়েছে এই টেক জায়ান্ট।
আরও পড়ুন : Indian Railway Rules: ট্রেনে ভুলেও করবেন না এই কাজ, জরিমানার সঙ্গে হবে জেল