Google Wallet: ভারতে এল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা ? কীভাবে ব্যবহার করবেন ?
Google Wallet Usage: গুগলের পক্ষ (Google Wallet) থেকে জানানো হয়েছে, তাঁরা গুগল ওয়ালেটের মাধ্যমে কার্ড, সিনেমার টিকিট, বোর্ডিং পাস, আইডি ইত্যাদি নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবেন।
![Google Wallet: ভারতে এল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা ? কীভাবে ব্যবহার করবেন ? Google Wallet launched in India Comparison with Google Wallet How to use it Google Wallet: ভারতে এল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা ? কীভাবে ব্যবহার করবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/8fac6792e431b63be4b8c23c5c169a701715165145882900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Google Pay: ভারতে গুগল ওয়ালেট নামে আরেকটি পেমেন্ট সিস্টেম চালু করল গুগল। প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। গ্রাহকরা গুগল ওয়ালেটে (Google Wallet) ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, লয়ালটি কার্ড, গিফট কার্ড ইত্যাদি সঞ্চয় করে রাখতে পারেন। মূলত যে সমস্ত গ্রাহক অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, কেবল তারাই এই গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।
গুগল পে-র কাজ বন্ধ হচ্ছে না
গুগলের পক্ষ (Google Wallet) থেকে জানানো হয়েছে, তাঁরা গুগল ওয়ালেটের মাধ্যমে কার্ড, সিনেমার টিকিট, বোর্ডিং পাস, আইডি ইত্যাদি নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি যদিও গুগল পে অ্যাপ থেকে সম্পূর্ণ আলাদা। গুগল পে মূলত টাকা পাঠানোর কাজে ব্যবহার করেন গ্রাহকরা। গুগলের জিএম এবং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং লিড রাম পাপাতালা জানিয়েছেন যে গুগল পে বন্ধ করা হচ্ছে না, টাকা পাঠানোর ক্ষেত্রে প্রাথমিক অ্যাপ থাকছে এই গুগল পে। সংস্থা শুধুমাত্র টাকা না পাঠানোর ক্ষেত্রে গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
২০টি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি গুগলের
গুগল ওয়ালেট (Google Wallet) মানুষের ডিজিটাল নথি একত্রে রাখতে এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে। গুগল দাবি করে যে, এই গুগল ওয়ালেট আপনার দৈনন্দিন কাজগুলিকে সহজতর করে তুলবে। ভারতের বড় বড় ২০টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে এই গুগল ওয়ালেট। এর মধ্যে রয়েছে পিভিআর, আইনক্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ফ্লিপকার্ট, পাইন ল্যাবস, কোচি মেট্রো এবং অভিবাস নামে একটি সংস্থা। এর জন্য গুগল ওয়ালেটের মাধ্যমে আপনি সিনেমা দেখা, ইভেন্টে যোগদান, ভ্রমণ, গিফট কার্ড সংগ্রহ ইত্যাদি করতে পারেন। এই গুগল ওয়ালেটে আপনার নথি যথাযথভাবে সংরক্ষিত থাকবে।
ভারত সহ ৭৯টি দেশে উপলব্ধ গুগল পে পরিষেবা
প্রথমে এই গুগল পে (Google Pay) পরিচিত ছিল অ্যান্ড্রয়েড পে নামে। এটি একটি মোবাইল পেমেন্ট পরিষেবা যা তৈরি করেছিল গুগল। গুগল পে-র সাহায্যে আপনি যে কোনও মোবাইল ফোন, ট্যাব বা ঘড়ি থেকে টাকা পাঠাতে পারবেন। গ্রাহকরা একটি পিন বা পাসকোডের মাধ্যমে এবং বায়োমেট্রিকের মাধ্যমে নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। এখন সারা বিশ্বের মধ্যে ৭৯টি দেশে উপলব্ধ এই গুগল পে-র পরিষেবা।
আরও পড়ুন: E-Cycle: দেশের সবথেকে বড় বৈদ্যুতিন সাইকেল কারখানা বানাবে এই সংস্থা, জড়িয়ে আছে এমএস ধোনির নাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)