(Source: ECI/ABP News/ABP Majha)
E-Cycle: দেশের সবথেকে বড় বৈদ্যুতিন সাইকেল কারখানা বানাবে এই সংস্থা, জড়িয়ে আছে এমএস ধোনির নাম
E-Motorad Factory: পুনের কাছে রাভেটে অবস্থিত e-motorad সংস্থার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি ২ লাখ ৪০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত হবে। আগামী ১৫ অগস্ট থেকেই এই কারখানার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
E-Motorad: বৈদ্যুতিন বাইসাইকেল উৎপাদনকারী সংস্থা ই-মোটোরাড (E-Motorad E-Cycle Factory) এবার দেশের সবথেকে বড় বাইসাইকেলের গিগাফ্যাক্টরি তৈরি করতে চলেছে। পুনের কাছে রাভেটে তৈরি হচ্ছে এই কারখানা। প্রথম ধাপের নির্মাণকার্য প্রায় শেষ হয়ে এসেছে। এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছে মহেন্দ্র সিং ধোনির নামও।
ধোনিও বিনিয়োগ করেছেন এই সংস্থায়
ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও আগের মাসেই এই বৈদ্যুতিন বাইসাইকেল নির্মাতা সংস্থায় বিনিয়োগ করেছিলেন। তবে তাঁর বিনিয়োগের অঙ্ক এখনও জানা যায়নি। এই সম্পর্কে কোনও তথ্যই আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
কারখানার কাজ শুরু হবে ১৫ অগস্ট থেকে
পুনের কাছে রাভেটে অবস্থিত e-motorad সংস্থার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি ২ লাখ ৪০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত হবে। আগামী ১৫ অগস্ট থেকেই এই কারখানার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই গিগাফ্যাক্টরির (E-Motorad E-Cycle Factory) কাজ শুরু হওয়ার পরে এখানে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিক সাইকেল তৈরি করা যাবে। প্ল্যান্ট পরিচালনার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। এখন সংস্থায় কাজ করেন ২৫০ জন কর্মী, তবে নতুন আরও ৩০০ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে ই-মোটোরাড সংস্থা। এমনটাই জানা যাচ্ছে।
পুনের গিগাফ্যাক্টরি এরকম হবে
E-Motorad সংস্থার পক্ষ (E-Motorad E-Cycle Factory) থেকে জানানো হয়েছে যে, পুনের কাছে যে কারখানা তৈরি হবে তা মূলত চার ধাপে তৈরি হবে। এর বিশাল স্কেলের কথা মাথায় রেখে একে গিগাফ্যাক্টরি বলা হচ্ছে। বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সাইকেল কারখানা হতে চলেছে ই-মোটোরাডের এই গিগাফ্যাক্টরি, এমনকী দক্ষিণ এশিয়ার মধ্যে এটি হবে সবথেকে বড় বৈদ্যুতিন সাইকেল কারখানা।
কী কী প্রকল্প আছে ই-মোটোরাডের
শুধু সাইকেলই নয়, এই কারখানায় তৈরি হবে বৈদ্যুতিন সাইকেলে ব্যবহৃত হয় এমন অনেক খুচরো যন্ত্রাংশ। ব্যাটারি, মোটর, ডিসপ্লে, চার্জার তৈরি হবে এই কারখানাতেই, এমনটাই জানিয়েছে সংস্থা। আগামীদিনে আরও কিছু পণ্য আবিষ্কার করতে চলেছে এই সংস্থা। বাজারে আরও নতুন পণ্য আনবে ই-মোটোরাড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Paytm Crisis: প্রেসিডেন্ট ভবেশ গুপ্তার পর পদত্যাগ আরও ২ আধিকারিকের, সঙ্কট চরমে পেটিএমের