Google Account: ডিসেম্বরের শুরুতেই কোপ, ২ বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল
In Active Google Account: আপাতত যে কয়েকদিন সময় বাকি রয়েছে চাইলে কোনও ইউজার তাঁর ২ বছর ধরে ব্যবহার না হওয়া গুগল অ্যাকাউন্টকে সক্রিয় করে তুলতে পারেন।
Google Account: অবশেষে গুগল (Google) সংস্থা জানিয়েছে তারা কবে থেকে ইন-অ্যাক্টিভ অ্যাকাউন্ট (In Active Account) ডিলিট করা শুরু করবে। ২ বছর ধরে যেসমস্ত গুগল অ্যাকাউন্ট (Google Account) ব্যবহার হয়নি সেগুলিকে ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত মে মাসে প্রথম একথা প্রকাশ করেছিল সংস্থা। তারপর ইউজারদের সতর্কবার্তাও পাঠানো হয়েছিল। অবশেষে সময়সীমা শেষ হওয়ার পর্যায় এসে গিয়েছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পয়লা ডিসেম্বর থেকেই ইন-অ্যাক্টিভ গুগল অ্যাকাউন্টগুলি ডিলিট করা শুরু করবে। যে সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করা হবে সেগুলির সঙ্গে যুক্ত থাকা যাবতীয় ডেটাও ডিলিট হয়ে যাবে। আপাতত যে কয়েকদিন সময় বাকি রয়েছে চাইলে কোনও ইউজার তাঁর ২ বছর ধরে ব্যবহার না হওয়া গুগল অ্যাকাউন্টকে সক্রিয় করে তুলতে পারেন।
গুগলের কড়া নিয়মে কী কী ডিলিট হতে পারে
গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে পারে বিভিন্ন ব্যক্তিগত তথ্য। এই তালিকায় সিঙ্কড কনট্যাক্ট, ক্রোম বুকমার্ক, ইমেল, ম্যাপ এবং লোকেশন হিস্ট্রি, গুগল ড্রাইভের ফাইল, চ্যাট মেসেজ, গুগল পে ডেটা, গুগল পে কনটেন্টে, ইউটিউব, ইউটিউব মিউজিক ডেটা- এইসব থাকার সম্ভাবনা রয়েছে। অ্যাকাউন্ট ডিলিট হলে এইওসব কিছুই ডিলিট হতে পারে।
সহজে কীভাবে নিজের গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন
- নিজের জিমেল অ্যাকাউন্ট খুলে কোনও ইমেল পড়ুন কিংবা কাউকে মেল পাঠান।
- গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন কোনও কনটেন্ট আপলোড বা ডাউনলোডের জন্য।
- গুগল অ্যাকাউন্টের সাহায্যে ইউটিউবে ভিডিও দেখতে পারে।
- গুগল ফটোর মাধ্যমে শেয়ার করুন কোনও ছবি।
- আপনার রেজিস্টার্ড গুগল অ্যাকাউন্টের সাহায্যে প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করতে পারেন।
তবে এর মাঝেও রয়েছে কিছু ব্যতিক্রম
গুগলের তরফে জানানো হয়েছে কোম্পানির ইনঅ্যাক্টিভ পলিসিতে কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে। যেসব অ্যাকাউন্ট কোনও গুগল অ্যাপ কেনার ক্ষেত্রে, কিংবা গুগলের কোনও প্রোডাক্ট, সার্ভিস, সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি ডিলিট করা হবে না। যদি আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বাচ্চার অ্যাকাউন্টে নজর রাখে (ফ্যামিলি লিঙ্ক সমেত), কোনও ডিজিটাল আইটেম কেনেন যেমন সিনেমা বা ই-বুক, অ্যাক্টিভ সাবস্ক্রিপশন-সহ যদি কোনও গেম বা অ্যাপ পাবলিশ করেন, এছাড়াও যদি আপনার গুগল অ্যাকাউন্টে গিফট কার্ড হিসেবে টাকা বা ফান্ড থাকে তাহলে সেই ধরনের অ্যাকাউন্ট ডিলিট করবে না গুগল।
আরও পড়ুন- ডিপফেক ভিডিও আসলে কী? কীভাবে বুঝবেন একটি ভিডিও ডিপফেক? রইল খুঁটিনাটি তথ্য