Jio 5G: কোন কোন আইফোনে জিও-র ৫জি সার্ভিস সাপোর্ট করবে, রইল তালিকা
5G in India: ভারতে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।
Jio 5G in iPhone: ডিসেম্বর মাসের মধ্যে ভারতে আইফোনের (iPhone) জন্য (যেগুলিতে ৫জি পরিষেবা পাওয়া যাবে) সফটওয়্যার আপডেট এবং আপগ্রেড করে রোল আউট শুরু করবে অ্যাপেল কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে পয়লা অক্টোবর ৫জি (5G Service) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ইউজাররা ৫জি (5G in India) সার্ভিস ফোনে পেতে চাইলে সফটওয়্যার আপডেট এবং ফোনের সেটিংসে কিছু পরিবর্তন প্রয়োজন। এর জন্যি রোল আউট শুরু করবে অ্যাপেল কর্তৃপক্ষ। অন্যদিকে জানা গিয়েছে যে, ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। এই টেলিকম সংস্থার তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।
এবার জেনে নেওয়া যাক কোন কোন আইফোন মডেলে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবা কাজ করবে
- আইফোন ১৪ সিরিজ- এই সিরিজের চারটি মডেল অর্থাৎ আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৫জি সার্ভিসের সাপোর্ট পাওয়া যাবে।
- আইফোন ১৩ সিরিজ- এই আইফোন সিরিজের চারটি মডেল অর্থাৎ আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে ৫জি পরিষেবা পাওয়া যাবে।
- আইফোন ১২ সিরিজ- এই সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স- মডেলে ৫জি সার্ভিসের সুবিধা পাবেন ইউজাররা।
- আইফোন এসই ৩ মডেলেও ৫জি পরিষেবা পাবেন ইউজাররা।
মোটোরোলার কোন কোন ফোনে পাওয়া যাবে ৫জি সার্ভিসের সুবিধা
মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোন ছাড়াও একগুচ্ছ মোটোরোলা ফোনে ৫জি পরিষেবার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোটোরোলা জি সিরিজের ফোন মোটো জি৬২, মোটো জি৮২, মোটো এজ ৩০, মোটো জি৭১- এই ফোনগুলিতে আগামী ২৫ অক্টোবর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে। অন্যদিকে মোটোরোলা এজ ৩০ প্রো, মোটো জি৫১, মোটোরোলা এজ ২০ প্রো, মোটোরোলা এজ ২০ এবং মোটোরোলা এজ ২০ ফিউশন- এইসব ফোনের ক্ষেত্রে ১১ লভেম্বর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে।
আরও পড়ুন- সুখবর, ডিসেম্বরের মধ্যে ভারতে অ্যাপেল-স্যামসাংয়ের ফোনে ৫জি সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা