HMD Smartphones: নোকিয়ার বদলে এবার ফোনের নাম 'এইচএমডি', ভারতে হাজির দুই নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই
HMD Crest And HMD Crest Max 5G: এইচএমডি ক্রেস্ট ভারতে লঞ্চ হয়েছে ১২,৯৯৯ টাকায়। অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি লঞ্চ হয়েছে ১৪,৯৯৯ টাকায়।
HMD Smartphones: এইচএমডি (HMD) সংস্থা তাদের ব্র্যান্ডে দু'টি নতুন ফোন ভারতে লঞ্চ করেছে। এই প্রথম এইচএমডি সংস্থা তাদের ব্র্যান্ডের নামে এইচএমডি ক্রেস্ট (HMD Crest) এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি (HMD Crest Max 5G) - এই দুই ফোন লঞ্চ করেছে। তিনটি রঙে লঞ্চ করেছে এইচএমডি- এর এই দুই ফোন। এইচএমডি- র এই দুই ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ৬এনএম Unisoc T760 5G চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এইচএমডি ক্রেস্ট ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। এছাড়াও এইচএমডি সংস্থার এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর রয়েছে ফোনে সামান্য সমস্যা হলে তা সারানোর জন্য সেলফ-রিপেয়ার ফিচার।
এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি- এই দুই ফোনের দাম ভারতে কত
এইচএমডি ক্রেস্ট ভারতে লঞ্চ হয়েছে ১২,৯৯৯ টাকায়। অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি লঞ্চ হয়েছে ১৪,৯৯৯ টাকায়। তবে এই দুই দাম অফার যুক্ত। কতদিন এই অফার বজায় থাকবে তা স্পষ্ট নয়। এইচএমডি ক্রেস্ট লঞ্চ হয়েছে মিডনাইট ব্লু, Lush Lilac, রয়্যাল পিঙ্ক- এই তিন রঙে। অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে অ্যাকোয়া গ্রিন, ডিপ পার্পল এবং রয়্যাল পিঙ্ক - এই তিন রঙে। অ্যামাজন ই-কমার্স সংস্থায় অগস্ট মাসে যে গ্রেট ফ্রিডম সেল শুরু হতে চলেছে সেখানে এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি- এই দুই ফোন কেনা যাবে।
এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
- এইচএমডি সংস্থার এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে।
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে এইচএমডি ক্রেস্ট ফোন। এই ফোনের ভার্চুয়াল র্যামের পরিমাণ ৬ জিবি।
- অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের ভার্চুয়াল র্যামের পরিমাণ ৮ জিবি।
- এইচএমডি ক্রেস্ট ফোনে এআই ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে।
- অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে।
- এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- ১০৭ টাকায় বিএসএনএল- এর প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ একমাসের বেশি, কী কী সুবিধা পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।