Tab: ভারতে লঞ্চ হতে চলেছে Honor Pad 9, কোথা থেকে কিনতে পারবেন? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?
Honor Pad 9: Honor Pad 9 ট্যাবে থাকতে চলেছে ১২.১ ইঞ্চির ডিসপ্লে যেখানে 2.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
Tab: গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে Honor Pad 9, এবার আসতে চলেছে ভারতের বাজারে। এখনও এই ট্যাব লঞ্চের নির্দিষ্ট দিন প্রকাশ্যে আসেনি। তবে গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন নিয়েই ভারতের বাজারে লঞ্চ হবে Honor Pad 9 এই ট্যাবটি। ই-কমার্স সংস্থায় এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর Honor Pad 9 কেনা যাবে অ্যামাজন থেকে। এই ই-কমার্সের মাইক্রোসাইটেই Honor Pad 9- এর সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। Honor Pad 9 লঞ্চ হতে চলেছে একটি ব্লুটুথ কিবোর্ডের সঙ্গে।
এবার দেখে নেওয়া যাক Honor Pad 9 এই ট্যাবের ভারতীয় ভ্যারিয়েন্ট কেমন হতে চলেছে
- এই ট্যাবে একটি বড় আকার আয়তনের ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে। তার উপরে থাকবে ফ্রট ক্যামেরা সেনসর। আর ট্যাবের রেয়ার প্যানেলে মাঝবরাবর থাকবে রেয়ার ক্যামেরা মডিউল।
- Honor Pad 9 ট্যাবে থাকতে চলেছে ১২.১ ইঞ্চির ডিসপ্লে যেখানে 2.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই এই ট্যাবে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও ৮ জিবি ভার্চুয়াল র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এই ট্যাবে ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথাও রয়েছে।
- Honor Pad 9- এই ট্যাব পরিচালিত হতে পারে MagicOS 7.2- এর সাহায্যে। এই ট্যাবে ৮৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
- গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো প্রায় একই হতে চলেছে Honor Pad 9, আলট্রা থিন ডিজাইনে থাকবে মেটালিক ফিনিশ। এই ট্যাব ৬.৯৯ মিলিমিটার পুরু হবে। এর পাশাপাশি Honor Pad 9 ট্যাবের ওজ হতে পারে প্রায় ৫৫৫ গ্রাম।
- ভারতে লঞ্চ হতে চলা Honor Pad 9 ট্যাবে ৮টি স্পিকার থাকবে। এর সঙ্গে বাইডিরেকশনাল ভয়েস এনহ্যান্সমেন্ট টেকনোলজির সাপোর্ট থাকবে। এছাড়াও পাওয়া যাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।
পোকো সংস্থা প্রথম ট্যাব লঞ্চ করতে চলেছে
পোকো সংস্থা প্রথমবার লঞ্চ করতে চলেছে ট্যাব। পোকোর স্মার্টফোন ইতিমধ্যেই জনপ্রিয় হচ্ছে ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে। শাওমি সংস্থার সাব-ব্র্যান্ড পোকো কবে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এমনকি ট্যাবের নাম কী হবে তাও জানা যায়নি। তবে স্মার্টফোনের পরে যে পোকো সংস্থা নিজেদের ব্যবসা বাড়াতে চলেছে সেটা স্পষ্ট। অর্থাৎ 'বিগ স্ক্রিন' ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো। এর আগেও নতুন ডিভাইস (ফোন ছাড়া) লঞ্চের কথা বলেছিল পোকো কর্তৃপক্ষ। শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। তবে এইসবের মধ্যে ট্যাবই প্রথমে লঞ্চ করতে চলেছে পোকো।
আরও পড়ুন- কোন প্রসেসর থাকতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে? লঞ্চের আগেই জানাল সংস্থা