Realme Smartphone: কোন প্রসেসর থাকতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে? লঞ্চের আগেই জানাল সংস্থা
Realme GT Neo 6 SE: রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন কবে লঞ্চ হবে সেই দিনক্ষণ জানা যায়নি এখনও। চিন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতেও রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন লঞ্চ হবে।
Realme Smartphone: রিয়েলমি জিটি সিরিজের (Realme GT Series) নতুন ফোন চিনে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। তার মধ্যে একটি হল প্রসেসর। রিয়েলমি (Realme) সংস্থা জানিয়েছে, তাদের আসন্ন ফোন জিটি নিও ৬ এসই (Realme GT Neo 6 SE) মডেলে থাকতে চলেছে একটি অক্টা-কোর কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেট। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ ফোন। এই মডেলে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। চিনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো- তে রিয়েলমি সংস্থা ঘোষণা করেছে তাদের আসন্ন জিটি নিও ৬ এসই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এই একই প্রসেসর থাকতে চলেছে চিনে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাসের একটি ফোনেও, OnePlus Ace 3V মডেলে। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন কবে লঞ্চ হবে সেই দিনক্ষণ জানা যায়নি এখনও। চিন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতেও রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন লঞ্চ হবে।
রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনে আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নিন
- এই ফোনে একটি 1.5K রেজোলিউশন যুক্ত LTPO OLED ডিসপ্লে থাকতে পারে।
- রিয়েলমির আসন্ন এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন।
রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক
- এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর।
- এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে।
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি জিটি নিও ৫এসই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- কার্ভড ডিসপ্লে সমেত নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে মোটোরোলা, আর কী কী ফিচার থাকতে পারে?