Smartphones: ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে হাজির Honor X50i ফোন, আর কী কী ফিচার রয়েছে?
Honor X50i: Honor X50i ফোনে রয়েছে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
Smartphones: সম্প্রতি Honor সংস্থা তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে চিনে। গতবছর লঞ্চ হয়েছিল Honor X40i ফোন। এবার লঞ্চ হল তারই সাকসেসর মডেল Honor X50i, যেখানে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি LTPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও Honor X50i ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মোট চারটি রঙে লঞ্চ হয়েছে Honor X50i ফোন। চিনে লঞ্চ হলেও এই ফোন গ্লোবাল মার্কেট বা ভারতে কবে আসছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
Honor X50i ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MagicOS 7.1- এর সাপোর্ট।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র্যাম।
- এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ফোনের অব্যবহৃত স্টোরেজের মাধ্যমে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং ১০এক্স ডিজিটাল জুম। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- Honor X50i ফোনে রয়েছে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
Xiaomi Smartphone: শাওমির নতুন ফোন শাওমি মিক্স ফোল্ড ৩ (Xiaomi Mix Fold 3) নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। বলা হচ্ছে, এই ফোন শাওমি মিক্স ফোল্ড ২ (Xiaomi Mix Fold 2) ফোনের সাকসেসর মডেল। শাওমির মিক্স ফোল্ড ৩ কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শাওমির আসন্ন এই ফোন একটি ফোল্ডেবল মডেল লঞ্চ হতে চলেছে। অনুমান চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের দ্বিতীয় ভাগে এই ফোন লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি এখনও। শোনা গিয়েছে, শাওমির পরবর্তী ফোল্ডেবল ফোনে একটি ওয়াটার প্রুফ ডিজাইন থাকতে পারে। তার সঙ্গে পেরিস্কোপ ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ হতে চলেছে নতুন আইকিউওও ফোন