Honor X9b: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Honor- এর নতুন ফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচার
Honor Smartphone: আগেই শোনা গিয়েছিল যে ভারতে Honor X9b ফোনের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে সংস্থার তরফে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
Honor X9b: ভারতে Honor সংস্থা যে তাদের নতুন ফোন Honor X9b লঞ্চ করতে চলেছে একথা আগেই জানা গিয়েছিল। এবার Honor X9b ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি Honor X9b ফোন ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে HonorTech সংস্থার তরফে ভারতে Honor X9b ফোন লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে, গ্লোবাল ভার্সানের সঙ্গে অনেকদিক থেকেই মিল থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টের। সম্প্রতি একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে Honor X9b ফোনটি দেখা গিয়েছে। সেখান থেকে আসন্ন ফোন কেমন দেখতে হবে, কী রঙে লঞ্চ হবে, র্যাম ও স্টোরেজ অপশন- এইসব সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। অন্যদিকে, আগেই শোনা গিয়েছিল যে ভারতে Honor X9b ফোনের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, Honor X9b ফোনে থাকতে চলেছে আলট্রা বাউন্স ডিসপ্লে। এই প্রথম ভারতের কোনও ফোনে এই ডিসপ্লে থাকবে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে আবার থাকতে চলেছে এয়ারব্যাগ টেকনোলজি। Honor X9b ফোনে যে আলট্রা বাউন্ড অ্যান্টি ড্রপ ডিসপ্লে থাকতে চলেছে সেখানে ইউজাররা ত্রি-স্তরীয় প্রোটেকশন সিস্টেম পাবেন। স্ক্রিন, ফোনের ফ্রেম এবং ডিভাইসের ভিতরের যন্ত্রাংশের জন্য আলাদা করে নিরাপত্তার স্তর থাকবে। Honor X9b ফোনের গ্লোবাল লিস্টিং অনুসারে এই ফোনে একটি এসজিএস সার্টিফায়েড ৩৬০ ডিগ্রি হোল ডিভাইস প্রোটেশন সাপোর্ট রয়েছে।
ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ও সানরাইজ অরেঞ্জ অর্থাৎ সূর্যাস্তের সময় যে কমলা রঙের আভা দেখা যায়, সেই রঙে লঞ্চ হতে পারে Honor X9b ফোন। এই ফোনের সঙ্গে Honor Choice Earbuds X5e, ১২ মাসের স্ক্রিন ও ব্যাক কভার প্রোটেকশন, ২৪ মাসের ব্যাটারি হেলথ ওয়ারেন্টি পাওয়া যাবে। এর আগে শোনা গিয়েছে, ইয়ারবাডস সমেত ফোনের দাম ২৫ হাজারের মধ্যে হবে। আর ব্যাঙ্ক অফার দিয়ে নাকি ২৩,৯৯৯ টাকায় ভারতে পাওয়া যাবে Honor X9b ফোন। এমনিতে এই ফোনের দাম (শুধু ফোন) ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে।
ভারতে Honor X9b ফোন লঞ্চ হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট এবং ১২ জিবি র্যাম নিয়ে। এই ফোন পরিচালিত হতে পারে Android 13-based MagicOS 7.2- এর সাহায্যে। গ্লোবাল মার্কেটে Honor X9b ফোন লঞ্চ হয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K (1,200 x 2,652 pixels) AMOLED স্ক্রিন, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স সমেত সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার নিয়ে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে Honor X9b ফোনে।