Honor X9b: ভারতে কবে লঞ্চ হতে চলেছে Honor X9b ফোন, দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার
Honor Smartphone: মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ- এই দুই রঙে Honor X9b ফোন লঞ্চ হবে ভারতে।
Honor X9b: ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b স্মার্টফোন। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে দেশে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, পোকো, রেডমি, আইকিউওও সংস্থার বেশ কয়েকটি ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে Honor X9b ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।
Honor X9b ফোনের ভারতে দাম কত হতে পারে
বলা হচ্ছে, এটি একটি মাঝামাঝি রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে। শোনা গিয়েছে, Honor X9b ফোনের দাম ৩০ হাজার টাকার কমেই শুরু হবে ভারতে। পোকো এক্স৬ প্রো, রেডমি নোট ১৩ প্রো প্লাস, আইকিউওও নিও ৭ প্রো এবং আরও কয়েকটি ফোনের সঙ্গে লঞ্চের পর ভালভাবেই পাল্লা দেবে Honor X9b ফোন। মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ- এই দুই রঙে Honor X9b ফোন লঞ্চ হবে ভারতে।
Honor X9b ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনগুলি একঝলকে দেখে নেওয়া যাক
- এই ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির পাঞ্চ হোল কাট আউট যুক্ত ডিসপ্লে যেখানে 1.5k রেজোলিউশন পাওয়া সম্ভব। Honor X9b ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনের স্ক্রিন একটি AMOLED প্যানেল হতে পারে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 30fps- এ 4k ভিডিও শ্যুট করা যাবে।
- Honor X9b ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকতে পারে। একটি মাইক্রো এসডি কার্ড থাকবে এই ফোনে যার সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো যেতে পারে।
- এই ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি, ৩৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যার, ডুয়াল ৫জি সিম, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট- এইসব সাপোর্ট থাকতে পারে। একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথা রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- ভারতেও শাওমি ১৪ সিরিজ লঞ্চের ইঙ্গিত, এখনও পর্যন্ত কী কী তথ্য প্রকাশ্যে এসেছে?