এক্সপ্লোর
Advertisement
Facebook Profile To Page: ফেসবুক প্রোফাইল থেকে পেজ করবেন কীভাবে ? কী কী খেয়াল রাখবেন ?
Facebook Profile To Page Step By Step: ফেসুবক প্রোফাইলকেই এখন পেজ বানিয়ে ফেলা যায়। কয়েকটি সহজ স্টেপেই তা করা যায়। তবে এর পাশাপাশি কিছু কথা মনে রাখা জরুরি।
কলকাতা: ব্লগিং, রিল বানানো থেকে মজার মজার কনটেন্ট তৈরি করা এখন অনেকেরই পেশা। আগে এটি শুধু নেশা ছিল। তবে ফেসবুক, ইনস্টগ্রামে এখন এই রিল বানিয়েই অর্থ উপার্জন করা যায়। এর জন্য কেউ কেউ আলাদা পেজ বানিয়ে সেখানে পোস্ট করেন। তবে সেটা না করেও আরেকটি পথ খোলা রয়েছে। নিজের প্রোফাইলকে সেক্ষেত্রে একটি পেজে পাল্টে ফেলা যায়। ফেসবুকেই সেই অপশন রয়েছে।
প্রোফাইলকে পেজে পাল্টে ফেলুন এইভাবে (Facebook Profile to Page)
- প্রথমে ফেসবুক খুলে হেল্প সেন্টারে যেতে হবে। সেখানেই ইউজিং ফেসবুক অপশনে যান।
- এই অপশনে পেজেস অপশনটায় যেতে হবে। ওর মধ্যে বেছে নিতে হবে ‘ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ আ পেজ’।
- এবারে ‘গেট স্টার্টেড’ অপশনে যেতে হবে। সেখানে গেলে পর পর কিছু অন স্ক্রিন নোটিফিকেশন আসবে। সেগুলি একে একে ফলো করুন।
- এর পরের পেজে গেলে নিজের চয়েসগুলি রিভিউ করার অপশন আসবে। সেটি করে নিতে হবে। কারণ এর পর আপনার প্রোফাইলের চেহারাটাই যাবে বদলে।
- এর পর ‘পাবলিশ পেজ হোয়েন ডান’ অপশনে যেতে হবে।
- সেখানে এই অপশনকে টার্ন অফ করে দিন।
- টার্ন অফ করে দিলে ফেসবুক নিজে থেকে আপনার পেজ পাবলিশ করতে পারবে না।
- এর পর একবার নিজের সেটিংস চেক করে নিন।
- প্রোফাইল পেজ হওয়ার জন্য তৈরি হয়ে গেলে ফেসবুকের তরফেই তা জানানো হবে। এর পর পেজটি পাবলিশ করে দিতে পারেন।
- তাহলেই প্রোফাইল পেজে বদলে যাবে।
ফেসবুক পেজ (Facebook Page) কোন কোন ক্ষেত্রে উপকারী
- কোনও পণ্যজাতীয় জিনিস বিক্রি করতে চাইলে পেজে তার তথ্য পোস্ট করা যায়।
- পেজে আপনি ছাড়াও অন্য অনেকে পোস্ট করতে পারেন। এর জন্য আপনার টিমের সদস্যদের পেজে জয়েন করিয়ে নিতে হবে।
- পেজের ওনার আপনি হলেও অন্য সদস্যদের মধ্যে থেকে মডারেটর বেছে নিতে পারেন।
প্রোফাইলের প্রফেশনাল মোড (Facebook Professional Mode)
প্রোফাইলকে পেজ করা ছাড়াও আরেকটি উপায় রয়েছে। তা হল প্রোফাইলের প্রফেশনাল মোড টার্ন অন করা যেতে পারে। এতেও পেজের বেশ কিছু সুবিধা পাবেন।
- প্রোফেশনাল মোডে প্রোফাইলের ইনসাইট দেখা যায়।
- প্রোফাইলের রিচ বাড়ল কি কমল তা দেখা যায়।
- পাশাপাশি প্রোফাইলের অ্যাকসেস আপনার হাতেই থাকবে।
- তাই সেই দিক থেকে প্রাইভেসি নিয়ে চিন্তা নেই।
আরও পড়ুন - Headphones: অ্যামাজন থেকে ৫০০০ টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ হেডফোন কিনতে পারবেন? রইল তালিকা
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement