QR Code: ইউপিআই কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তুলতে চান ? জেনে নিন উপায়
UPI Cash Withdrawal: কিছুদিন আগেই দেশের এটিএমগুলিতে কার্ড ছাড়া নগদ তোলার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার ইউপিআই কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক।
UPI Cash Withdrawal: কিছুদিন আগেই দেশের এটিএমগুলিতে কার্ড ছাড়া নগদ তোলার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার ইউপিআই কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক। জানেন, সেই ক্ষেত্রে কী করথে হবে আপনাকে ।
QR Code: কার্ড ছাড়া নগদ তুলবেন ?
সাধারণত ডেবিট কার্ড দিয়েই এটিএম মেশিন থেকে টাকা তোলেন গ্রাহকরা। সম্প্রতি NCR কর্পোরেশন ঘোষণা করেছে, UPI প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রাল (ICCW)-এর ব্যবস্থা করেছে কোম্পানি। দেশের ATM মেশিনগুলিতে আপগ্রেড করা হয়েছে এই সুবিধা। যা ব্যবহারকারীরা স্মার্টফোনের UPI ব্যবহার করে সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে নগদ তোলার অনুমতি দেবে কর্তৃপক্ষ। এর অর্থ ব্যবহারকারীরা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার না করেই এটিএম মেশিন থেকে নগদ তুলতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার কার্ড ভুলে গেলে, হারিয়ে গেলে বা নষ্ট হলে আপনি নগদ টাকা তুলতে পারবেন।
কীভাবে UPI অ্যাপ ব্যবহার করে ATM থেকে টাকা তোলা যায় জেনে নিন
এই সুবিধা পেতে এটিএম মেশিনে অবশ্যই ইউপিআই পরিষেবা থাকতে হবে।যেকোনো UPI ভিত্তিক পেমেন্ট অ্যাপ যেমন GPay, PhonePe, Amazon Pay, Paytm আপনার স্মার্টফোনে থাকতে হবে। এই সুবিধা পেতে ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে ব্যবহারকারীর।
QR Code: কীভাবে ক্যাশ তুলবেন ?
নগদ তোলার জন্য এটিএম মেশিনে যান ও নগদ তোলার অপশন নির্বাচন করুন।
পরে এটিএম মেশিনের স্ক্রিনে UPI অপশন নির্বাচন করুন।
এখন এটিএমের স্ক্রিনে একটি QR কোড আসবে।
এখানে আপনার ফোনে যেকোনও UPI অ্যাপ খুলুন ও QR কোড স্ক্যান করুন।
এবার কোড স্ক্যান করার পরে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন।
বর্তমানে নগদ তোলার সীমা মাত্র 5000 টাকা।
এখন UPI পিন লিখুন ও টাকা তুলুন।
আরও পড়ুন : Cyber Fraud: অজান্তেই ফাঁকা হবে অ্যাকাউন্ট , সর্বশিক্ষা অভিযানের নামে চলছে প্রতারণাচক্র