Infinix Hot 12: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স হট ১২, দাম ১০ হাজারেরও কম
Budget Phone: ইনফিনিক্স হট ১২- ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন। ৪জি এই ফোনের দাম এবং বিভিন্ন ফিচার জেনে নিন।
Infinix Hot 12: ইনফিনিক্স হট ১২ (Infinix Hot 12) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স (Infinix) সংস্থা ভারতে বাজেট (Budget Phone) সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছে। দাম ১০ হাজার টাকারও কম। এর আগে ইনফিনিক্স হট ১১ ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে এই নতুন বাজেট ফোন। চলতি বছর এপ্রিল মাসে এই ফোন নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হল ভারতে। এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স হট ১২ ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।
ভারতে ইনফিনিক্স হট ১২ ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভার্সানের দাম ৯৪৯৯ টাকা। ২৩ অগস্ট থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Blue, Polar Black, Purple, Turquoise Cyan- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ১২ ফোন।
ইনফিনিক্স হট ১২ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। ফোন পরিচালিত হবে Android 11 এবং XOS 10- এর সাহায্যে।
- ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। বিশেষ Eye Care মোড রয়েছে ইনফিনিক্সের নতুন ফোন।
- এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি LPDDRx র্যাম। এই ফোনে এক্সটেন্ডেড র্যামের ফিচার রয়েছে। যার ফলে ফোনের ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশ ব্যবহার করে র্যামের পরিমাণ আরও ৩ জিবি বাড়ানো সম্ভব।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে ইনফিনিক্স হট ১২ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর এবং একটি AI ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেয়ার ক্যামেরায় রয়েছে একটি কোয়াড LED ফ্ল্যাশ। এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা সেনসরেও রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ এবং ফ্রন্ট শুটার।
- ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ৪জি এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, সেখানে DTS সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভিভোর নতুন ৫জি ফোনে রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, দেখুন অন্যান্য ফিচার ও দাম