Infinx Hot 30i: চিনের সংস্থা ইনফিনিক্সের নতুন ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? জেনে নিন দিনক্ষণ
Infinix Smartphone: ইনফিনিক্স হট ৩০ আই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অনলাইনে ফাঁস হয়েছে এই ফোনের ছবি। আর তাই আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আন্দাজ করা সম্ভব হয়েছে।
Infinx Hot 30i: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স (Infinix Smartphone) সংস্থার নতুন ফোন। আগামী ২৭ মার্চ লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৩০ আই (Infinx Hot 30i) ফোন। এই ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ডায়মন্ড হোয়াইট, গ্লেসিয়ার ব্লু এবং মিরর ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে লেদার ফিনিশ। ইনফিনিক্স হট ৩০আই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ জিবি র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে ইনফিনিক্সের নতুন ফোনের দাম কত হতে পারে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
ইনফিনিক্স হট ৩০ আই ফোনের ছবি প্রকাশ্যে
অনলাইনে ফাঁস হয়েছে এই ফোনের ছবি। আর তাই আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আন্দাজ করা সম্ভব হয়েছে। ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ইনফিনিক্স হট ৩০ আই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
মার্চ মাসে ভারতে আসছে রিয়েলমি সি৫৫
সদ্যই ভারতে লঞ্চ হয়েছে রিয়েল সি৩৩ ২০২৩ এডিশন ফোন। মার্চ মাসেই ভারতে আরও একটি ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমি সংস্থার। শোনা যাচ্ছে, ২১ মার্চ লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৫৫ ফোন। রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ট্যুইট করে জানিয়েছেন ২১ মার্চ দুপুর ১২টা ৩০মিনিটে ভারতে লঞ্চ হবে রিয়েলমি সি৫৫ ফোন। এর আগে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টের ফিচারের দিক থেকে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।
স্যামসাং স্মার্টফোন
চলতি বছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ ফোন। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি - এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ মার্চ। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং সংস্থার তরফে যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেজে এই ফোনের নাম দেখা গিয়েছে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি সি৫৫? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?