Infinix Phones: ইনফিনিক্সের নতুন ৫জি ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে?
Infinix Hot 50 5G: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিট।
Infinix Phones: ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন (Infinix Hot 50 5G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট (Dual Rear Camera Unit)। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ইনফিনিক্সের এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। এই ফোনে সর্বোচ্চ ৮ জিবি র্যাম রয়েছে। এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু, অর্থাৎ ফোনটি স্লিম ডিভাইসের তালিকাতেই পড়ে। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন।
ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে, কোন কোন রঙে লঞ্চ হয়েছে
ইনফিনিক্সের এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে দাম কমবে ফোনের। সেক্ষেত্রে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা হবে। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা হবে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। Dreamy Purple, Sage Green, Sleek Black, Vibrant Blue- এই চার রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন। পার্পল রঙের ফোনে রয়েছে ডুয়াল-টোন ফিনিশ।
ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিট। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।
- ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ভিভো টি৩ আলট্রা ফোন? কী কী ফিচার থাকতে চলেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।