Infinix Phones: ভারতে ইনফিনিক্সের নতুন ফোন, সঙ্গে কাস্টোমাইজেবল AI বাটন, দাম ১০ হাজারের কাছাকাছি
Infinix Hot 60 5G Plus: ভারতে ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোন লঞ্চ হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা।

Infinix Phones: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন। ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস - এই মডেলে রয়েছে একটি কাস্টোমাইজেবল এআই বাটন, যা এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। এছাড়াও রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট। আর রয়েছে ইনফিনিক্স সংস্থার Folax AI অ্যাসিসট্যান্ট। ইনফিনিক্সের নতুন ফোনে AI Call অ্যাসিসট্যান্ট এবং AI Writing অ্যাসিসট্যান্টের সাপোর্টও পাবেন ইউজাররা। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট পাবেন ইউজাররা। ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৯০ ফ্রেম পার সেকেন্ড গেমপ্লে সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের এই ফোনে।
ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
ভারতে ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোন লঞ্চ হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ১৭ জুলাই থেকে শুরু হবে বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
ইনফিনিক্সের নতুন ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন এই ফোনে। ইনফিনিক্সের এই ফোনের কাস্টমাইজড এআই বাটনের সাহায্যে একসঙ্গে অনেক কাজ করা সম্ভব।
- ইনফিনিক্সের এই ফোনের রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই রেয়ার ক্যামেরায় ডুয়াল মোডের ভিডিও রেকর্ডিং ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- আলট্রা লিঙ্ক কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এর সাহায্যে খারাপ নেটওয়ার্ক বা একদম নেটওয়ার্ক না থাকা জায়গায় ভয়েস কলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে পারবেন ইউজাররা। তবে এটা শুধু দু'টি ইনফিনিক্স ফোনের মধ্যেই সম্ভব।
- বাইপাস চার্জিং এবং রিভার্স ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের এই নতুন ফোনে। এছাড়াও জানা গিয়েছে, ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোন ৭.৮ মিলিমিটার পুরু।






















