Infinix Note 11 Series: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Infinix Note 11, Note 11s, দাম শুরু ১১,৯৯৯ টাকা থেকে
Infinix Note 11 Series: ব্র্যান্ড নিউ ইনফিনিক্স ফোন এসেছে মডেস্ট স্পেসিফিকেশন সহ। রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটওয়ার, বড় ব্যাটারি। দুটি ফোনই বাজেট সেগমেন্টের। দাম ১১,৯৯৯ টাকা থেকে ১৫ হাজার টাকা।
নয়াদিল্লি: Infinix ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করল- Note 11 and Note 11s। যাঁরা বড় ডিসপ্লের খোঁজ করছেন, তাঁদের পক্ষে এই ফোন খুবই উপযুক্ত হতে পারে। ব্র্যান্ড নিউ ইনফিনিক্স ফোন এসেছে মডেস্ট স্পেসিফিকেশন সহ। রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটওয়ার, বড় ব্যাটারি। দুটি ফোনই বাজেট সেগমেন্টের। দাম ১১,৯৯৯ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
এই স্পেসিফিকেশনস ছাড়াও ইনফিনিক্স নোট ফোন নিয়ে এসেছে ডার-লিঙ্ক নামে কোম্পানির পেটেন্টেড টেকনোলজি। কোম্পানির বক্তব্য অনুসারে, বিভিন্ন প্যারামিটারের কার্যাবলীর অপ্টিমাইজ করে ডিভাইসের গেমিং এবিলিটির উন্নতি করে।
Infinix Note 11-র 4GB RAM ও 64GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।গ্লেসিয়ার গ্রিন, সেলেস্টিয়াল স্নো, গ্র্যাফাইট ব্ল্যাক রঙে এই ফোন পাওয়া যাবে। এর বিক্রয় ফ্লিপকার্টে শুরু হবে ২৩ ডিসেম্বর।
অন্যদিকে Infinix Note 11s দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এর 6GB RAM, 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা, অন্যদিকে,8GB RAM, 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনে রয়েথে সিম্ফোনি সিয়ান, হেজ গ্রিন, মিফ্রিল গ্রে কালার অপশন। আগামী ২০ ডিসেম্বর থেকেই ফ্লিপকার্টে এই ফোন কেনা যাবে।
মনে রাখতে হবে, এটি একেবারে শুরুর দাম। এর অর্থ , নির্দিষ্ট সময়ের পর উভয় ফোনেরই দাম বাড়বে। কিন্তু কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।
Infinix Note 11, Note 11s স্পেশিফিকেশন
Infinix Note 11 তে রয়েছে 6.7-inch Full-HD+ AMOLED ডিসপ্লে, সঙ্গে স্ক্রিন-টু-বডি রেসিও ৯২ শতাংশ ও পিক ব্রাইটনেসের ৭৫০ নিটস। নোট ১১এস- রয়েছে 6.95-inch Full-HD+ display, সঙ্গে পাঞ্চ হোল সেটআপ ও রিফ্রেস রেট 120Hz। Infinix Note 11-এর পাওয়ারিং ওক্টাকোর মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রোসেসর। অন্যদিকে, Note 11s এর ওক্টাকোর মিডিয়াটেক হেলিও জি ৯৬ SoC।
৬৪ জিবি স্টোরেজের পাশাপাশি Infinix Note 11-এ ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্য়মে এক্সপেন্ডেবেল স্টোরেজ সাপোর্ট রয়েছে। দুটি ফোনেই রিয়ার সিস্টেমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। নোট ১১-তে অন্য ক্যামেরার মধ্যে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সিং ক্যামেরা ও এআই ক্যামেরা। নোট ১১এস-এ রয়েছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সিং ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
সেলফির জন্য দুটি ফোনেই রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ফোনেই রয়েছে 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5000mAh battery।