Infinix Note 12 Pro: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ৪জি ফোন
Infinix 4G Phone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ৪জি ফোন ইনফিনিক্স নোট ১২ প্রো। এই ফোনের দাম ও অন্যান্য ফিচার দেখে নিন।
Infinix Note 12 Pro: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স কোম্পানির নতুন ৪জি (Infinix 4G Phone) ফোন। এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ প্রো (Infinix Note 12 Pro) ফোন। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ডিসপ্লের উপর ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন- যেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ইনফিনিক্সের নতুন ৪জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে DTS surround sound ফিচার সম্পন্ন স্পিকার রয়েছে।
ভারতে Infinix Note 12 Pro ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোন একটিই র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। Infinix Note 12 Pro ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Alpine White, Tuscany Blue, Volcanic Gray- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোন। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে। ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও এই ফোন কেনার সঙ্গে সঙ্গে ক্রেতারা Snokor XE 18 ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস পাবেন মাত্র ১ টাকায়। এই ইয়ারবাডসের দাম ১০৯৯ টাকা।
এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোন ফোন পরিচালিত হয় XOS 10.6- এর সাহায্যে।
- একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে।
- ইনফিনিক্সের নতুন ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর, AI লেন্স, একটি quad-LED ফ্ল্যাশ।
- এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
- এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ওজন ১৯২ গ্রাম। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5, NFC, GPS/ A-GPS এবং একটি টাইপ- সি ইউএওসবি পোর্টের সাপোর্ট। এই ফোনে UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ রয়েছে।
- ইউজারদের সুরক্ষার জন্য ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এর মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিফিকেশন সম্ভব।
আরও পড়ুন- ওত পেতে সাইবার বিপদ, ঝুঁকি কমাতে হাত মেলাল গুগল ও ভারত সরকার