Infinix Smartphone: ৫ শতাংশ ব্যাটারিতেও ২ ঘণ্টার কলিং টাইম! ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ফোন
Infinix Smart 7 HD: ইনফিনিক্সের নতুন ফোনে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড। এর সাহায্যে ফোনের ব্যাটারি ৫ শতাংশে পৌঁছে গেলেও ইউজার প্রায় ২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাবেন।
Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি (Infinix Smart 7 HD) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স স্মার্ট ৭ সিরিজের (Infinix SMart 7 Series) মধ্যে লঞ্চ হয়েছে এই নতুন ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে AI ফিচার সম্পন্ন ক্যামেরা সেনসর রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোন। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোন। এর পাশাপাশি এই ফোনে একটি Unisoc SC9863A1 SoC রয়েছে। এর সঙ্গে ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। আগামী সপ্তাহ থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোন কেনা যাবে।
ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। Black, Jade White, Silk Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোন। আগামী ৪ মে দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। আগ্রহীরা কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে।
ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) এবং XOS 12- এর সাপোর্টে পরিচালিত হবে ইনফিনিক্সের নতুন ফোন।
- এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজের মাধ্যমে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ।
- ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোনের ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম, প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম, প্রায় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে ইনফিনিক্স সংস্থা।
- ইনফিনিক্সের নতুন ফোনে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড। এর সাহায্যে ফোনের ব্যাটারি ৫ শতাংশে পৌঁছে গেলেও ইউজার প্রায় ২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাবেন। সেক্ষেত্রে এই ফিচার ফোনে অন রাখতে হবে।
রিয়েলমি স্মার্টফোন
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১১ সিরিজ। এর সঙ্গেই রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন রিয়েলমি নারজো এন৫৩ দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- কেন দেখা দেয় স্ট্রেচ মার্ক? কীভাবে দূর করবেন এই দাগ?