Infinix Smart 7: ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স স্মার্ট ৭, দাম কত? কী কী ফিচার রয়েছে
Smartphone: ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোন, যার দাম ৭২৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে।
Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৭ (Infinix Smart 7) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে, ইনফিনিক্সের এই স্মার্টফোনের (Infinix Smartphone) ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রায় ২৫ শতাংশ বাড়িয়ে দেবে। ইনফিনিক্স সংস্থা জানিয়েছে, এই ব্যাটারির সাহায্যে নতুন ফোনে ৩৩ দিন স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ বজায় থাকবে। এছাড়াও প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টক টাইম থাকবে। সেই সঙ্গে ২৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক থাকবে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে। অন্যদিকে জানা গিয়েছে, ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে মোট ৭ জিবি র্যাম রয়েছে যার মধ্যে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র্যাম। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের দাম
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোন, যার দাম ৭২৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Emerald Green, Night Black, Azure Blu- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
- ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে Unisoc SC9863A1 প্রসেসর রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।
- এই ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও এই ফোনে রয়েছে সফটওয়্যার বেসড ফেস আনলক ফিচার। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি AI সেনসর রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এই ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Poco C55: ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে পোকো সংস্থার নতুন ফোন পোকো সি৫৫ (Poco C55)। পোকো সংস্থার 'সি' সিরিজের এই ফোনে রয়েছে একাধিক নজরকাড়া ফিচার। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এর পাশাপাশি পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছে ফরেস্ট ফ্রিন, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক- এই তিনটি রঙে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভারতে পোকো সি৫৫ ফোনের বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫৫ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
আরও পড়ুন- দেখতে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো, এই স্মার্টওয়াচের দাম ১৫০০ টাকারও কম