pTron Force X12N: দেখতে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো, এই স্মার্টওয়াচের দাম ১৫০০ টাকারও কম
pTron Force X12N: জানা গিয়েছে, ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়।
Smartwatch: ভারতের বাজারে হাজির নতুন একটি স্মার্টওয়াচ (Smartwatch)। ভারতের নিজস্ব কোম্পানির তৈরি এই স্মার্টওয়াচ দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার (Apple Watch Ultra) মতো। তবে দাম ১২০০ টাকারও কম। এটি কিন্তু কোনও ফার্স্ট কপি বা ক্লোন ওয়াচ নয়। ভারতে অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। একই ধরনের দেখতে একটি স্মার্টওয়াচ পাওয়া যাবে ১২০০ টাকারও কমে। ভারতীয় কোম্পানি pTron সম্প্রতি দেশে লঞ্চ করেছে Force X12N স্মার্টওয়াচের মোডেল যা দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার মতো। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট এবং ১.৮৫ ইঞ্চির একটি ফুল টাচ ডিসপ্লে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ফিচার।
ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম
জানা গিয়েছে, ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়। এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই স্মার্টওয়াচ। Blazing Blue, Gold Black, Carbon Black, Champagne Pink- এই চারটি রঙে লঞ্চ হয়েছে pTron Force X12N স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে।
pTron Force X12N স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার
- এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির TFT LCD ডিসপ্লে এবং রোটেটিং ক্রাউন। এছাড়াও রয়েছে ইন্টারচেঞ্জেবল সিলিকন স্ট্র্যাপ এবং একটি প্রিমিয়াম অ্যালয় কেস।
- ২০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে জানা যাচ্ছে, এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটারপ্রুফ ডিভাইস।
- pTron Force X12N স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.০ সাপোর্ট। ১০ মিটার পর্যন্ত ওয়্যারলেস রেঞ্জ পাওয়া যাবে। একটি ইন-বিল্ট মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে এই স্মার্টওয়াচে। ডায়াল প্যাডও রয়েছে এই ডিভাইসে।
- অ্যাড্রয়েড ৮.০ বা তার থেকে বেশি এবং আইওএস ৯.১ বা তার বেশি ফিচার যুক্ত ডিভাইসের সঙ্গে অনায়াসে পেয়ার হবে এই স্মার্টওয়াচ। তিন ঘণ্টা চার্জ দিলে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে।
- পাঁচটি ইন-বিল্ট গেম, স্মার্ট হেলথ ফিচার, একাধিক ফিটনেস ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার, SpO2 ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্লিপ মনিটর, স্টেপ কাউন্ট ট্র্যাকার, ৮টি স্পোর্টস মোড, ক্যালোরি বার্ন মনিটর, সেডেন্টারি অ্যালার্ট ও আরও অনেক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নয়েজ কোম্পানির নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। নয়েজ কোম্পানির এই নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। একটি ১.৩৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?