Instagram Features: কারা দেখবেন ইনস্টা পোস্ট, রিলস? নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা
Instagram: ইনস্টাগ্রামে এই নতুন ফিচারের সাহায্যে কনটেন্ট ক্রিয়েটররা আয়ের সুযোগও পাবেন। তাঁদেরকেই ক্রিয়েটররা এক্সক্লুসিভ কনটেন্ট পাঠাবেন বা শেয়ার করবেন যাঁরা টাকা দিতে ইচ্ছুক।
Instagram Features: ইনস্টাগ্রামে (Instagram) ইউজারদের জন্য একটি নতুন ফিচার চালু হয়েছে। এবার থেকে ইউজাররা তাদের পোস্ট (Post) এবং রিলস (Reels) চাইলে নির্দিষ্ট এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রামের এই ফিচারের নাম 'ক্লোজ ফ্রেন্ডস' (Close Friends)। সম্প্রতি মার্ক জুকেরবার্গ এই ফিচারের কথা ঘোষণা করেছেন। এই ফিচারের সাহায্যে ইউজারদের হাতে গোপনীয়তা বজায় রাখার আরও নিয়ন্ত্রণ এসেছে। এছাড়াও ইনস্টাগ্রামে যেসমস্ত কনটেন্ট তাঁরা শেয়ার করছেন, তার উপরেও থাকছে নিয়ন্ত্রণ। ইনস্টা স্টোরির মতোই রিলস এবং পোস্টে লাইক, কমেন্ট যদি কয়েকজনের সঙ্গে শেয়ার করা হয়, তাহলে ওই তালিকায় থাকা লোকজনের বাইরে বাকিরা কিছু দেখতে পাবেন না।
ইনস্টাগ্রামে এই নতুন ফিচারের সাহায্যে কনটেন্ট ক্রিয়েটররা আয়ের সুযোগও পাবেন। তাঁদেরকেই ক্রিয়েটররা এক্সক্লুসিভ কনটেন্ট পাঠাবেন বা শেয়ার করবেন যাঁরা টাকা দিতে ইচ্ছুক। মার্ক জুকেরবার্গ তাঁর মেটা ব্রডকাস্ট চ্যানেলে ঘোষণা করেছেন, 'ক্লোজ ফ্রেন্ডস' ফিচার ইনস্টা ফিডের ক্ষেত্রেও কাজ করবে। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই ইনস্টা স্টোরি এবং নোটসের ক্ষেত্রে 'ক্লোজ ফ্রেডস' ফিচারের সুবিধা পাচ্ছেন ইউজাররা। এই ফিচারের মাধ্যমে ইউজারদের গোপনীয়তা এবং সুরক্ষা আরও বেড়েছে। কারণ একজন ইউজার তাঁর ইনস্টাগ্রামে থাকা ব্যক্তিদের মধ্যে যে কয়েকজনকে বেছে নিয়ে তাঁদের মধ্যে কনটেন্ট শেয়ার করবেন, তাঁর বাইরে আর কেউ ওই কনটেন্ট দেখার সুযোগ পাবেন না।
এর আগে ২০১৮ সালে ইনস্টাগ্রামে এই 'ক্লোজ ফ্রেন্ডস' ফিচার প্রথম চালু হয়েছিল। তখন অবশ্য একজন ইউজার অন্যের ইনস্টা স্টোরি ঘনিষ্ঠ গ্রুপের মধ্যে শেয়ার করতে পারতেন। তবে এখন নিজের ফিড পোস্ট কিংবা রিলসের ক্ষেত্রেও এই নির্দিষ্ট কয়েকজনের মধ্যে শেয়ারের বিষয়টি করতে পারবেন ওই ইউজার। অতএব একজন ইনস্টাগ্রাম ইউজারের পোস্ট, রিলস, স্টোরি কে বা কারা দেখতে পাবেন তার নিয়ন্ত্রণ থাকবে ইউজারদের হাতে।
হোয়াটসঅ্যাপের মতো একটি ফিচার আসতে চলেছে ইনস্টাগ্রামে, কী সুবিধা পাবেন ইউজাররা?
হোয়াটসঅ্যাপে read receipts ফিচার অফ রাখার ব্যবস্থা রয়েছে। এই ফিচার চালু করলে আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি সেটা দেখলেও তা নীল রঙের ডবল ব্লু টিক হবে না। তেমনই সুবিধা এবার আসতে চলেছে ইনস্টাগ্রামে। আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি তা দেখলেও প্রেরক তা বুঝতে পারবেন না। নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে একথা জানিয়েছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ। আপাতত এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয় তাড়াতাড়িই এই ফিচার চালু হবে সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য।