iPhone 14 তৈরি হতে পারে ভারতে, দামে প্রভাব পড়বে কি ?
iPhone 14 Update: iPhone 14 মডেল ভারতেও তৈরি হতে পারে, সম্প্রতি টেক সাইটগুলিতে এমনই একটি রিপোর্ট সামনে এসেছে। অতীতে চিনে আইফোন 14 তৈরির পরিকল্পনা ছিল অ্যাপলের।
iPhone 14 Update: iPhone 14 মডেল ভারতেও তৈরি হতে পারে, সম্প্রতি টেক সাইটগুলিতে এমনই একটি রিপোর্ট সামনে এসেছে। অতীতে চিনে আইফোন 14 তৈরির পরিকল্পনা ছিল অ্যাপলের। শোনা যাচ্ছে, এবার ভারতেও চিনের পাশাপাশি iPhone 14 মডেল তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে ফোনের গোপনীয়তা নিয়ে সতর্কতা অবলম্বন করছে অ্যাপল।
iPhone 14: কেন এই সিদ্ধান্ত ?
টেক সাইটগুলির খবর সত্যি হলে, মূলত চিনে কোভিড ছড়িয়ে পড়ার ফলেই নতুন করে ঝুঁকি নিতে চাইছে না অ্যাপল। খোদ কোভিড থেকে মুক্তি পেতে এখনও সতর্কতা বিধিনিষেধ আরোপ করে রেখেছে চিন। সেই কারণে ভারতের রাস্তা কোলা রাখছে মা্র্কিন এই টেক জায়ান্ট। শোনা যাচ্ছে, ভারত থেকে আইফোন 14-এর প্রথম ব্যাচ অক্টোবরের শেষে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
iPhone 14 Update: নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপল ভারতে উৎপাদন বাড়াতে সরবরাহকারীদের সঙ্গে ইতিমদ্য়েই কথা বলেছে। চিনে শি জিনপিংয়ের সরকার মার্কিন সরকারের সঙ্গে তাইওয়ান নিয়ে 'সংঘর্ষে লিপ্ত' হওয়ার পরই ভূ-রাজনৈতিক বিষয়টি নিয়ে সতর্ক পা ফেলছে ওয়াশিংটন। এ ছাড়াও চিনে লকডাউন ভাবিয়ে তুলেছে তাদের। শোনা যাচ্ছে, আইফোন 14 মডেলগুলি চিন থেকে প্রাথমিক প্রকাশের প্রায় দুই মাস পরে ভারতে উৎপাদন শুরু হতে পারে। তবে আইফোন ১৪ নিয়ে বিশ্বব্যাপী ইতিমধ্য়েই তৈরি হয়েছে আগ্রহ।
iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ প্রসঙ্গে একাধিক তারিখ প্রকাশ্যে আসছে। যদিও এর কোনওটিই অ্যাপেল (Apple Tech Giant) সংস্থা ঘোষণা করেনি। সবকটিই সম্ভাব্য তারিখ। আগে শোনা গিয়েছিল ১৩ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট (Apple’s Launch Event) হতে পারে। সেখানেই হয়তো আইফোন ১৪ সিরিজ লঞ্চ হবে। এবার শোনা গিয়েছে সম্ভবত ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে পারে। সেখানে আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন করে শোনা গিয়েছে, ৭ সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টে নাকি মোট ৭টি প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪ সিরিজের চারটি মডেল এবং তিনটি আইপ্যাড লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও।
আরও পড়ুন : Skullcandy Earbuds: ভারতে নতুন ইয়ারবাড 'মড' আনল স্কালক্যান্ডি, এই দাম রেখেছে কোম্পানি