iPhone 14 Price: ভারতে নয়, এই দেশে সবচেয়ে বেশি দামে বিক্রি হবে আইফোন ১৪
iPhone 14 Price: আমেরিকার তুলনায় ভারতে অনেক বেশি দাম আইফোন ১৪-এর। তবে আইফোনের দামের তুলনামূলক আলোচনায় ভারতকে অনেকটাই পিছনে ফেলে দেবে এই দেশ।
iPhone 14 Price: আমেরিকার তুলনায় ভারতে অনেক বেশি দাম আইফোন ১৪-এর। তবে আইফোনের দামের তুলনামূলক আলোচনায় ভারতকে অনেকটাই পিছনে ফেলে দেবে এই দেশ। জানেন, কোন দেশে অ্যাপলের আইফোন ১৪-এর দাম সবথেকে বেশি।
এমন কিছু দেশ আছে যেখানে ক্রেতারা আইফোনের জন্য প্রচুর টাকা খরচ করে। বহু বছর ধরে ব্রাজিলে সবচেয়ে বেশ দামে আইফোন বিক্রি হতো। যদিও চলতি বছরে তুরস্ক নতুন iPhone 14 লাইনআপ লঞ্চের মাধ্যমে সবচেয়ে দামি আইফোনের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। নানকেনির প্রকাশিত প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে দামি আইফোনের ক্ষেত্রে তুরস্ক ব্রাজিলকে ছাড়িয়ে গেছে।
সবচেয়ে দামি iPhone 14 সিরিজ
আপনি যদি তুরস্কে iPhone 14 Pro কিনতে চান, তাহলে এর বেস ভেরিয়েন্টের দাম পড়বে ২,১৯৩.১৫ ডলার (প্রায় ১,৭৪,৮৫৫ টাকা)। যা মার্কিন যুক্তরাষ্ট্রের দামের চেয়ে তিনগুণ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম ৭৯৯ ডলার (প্রায় ৭৯,৬৪৮ টাকা)।তুরস্কে ১ টিবি স্টোরেজ সংস্করণটির দাম ২,৯১৬.৯০ ডলার (প্রায় ২,৩২,৫৫৮ টাকা)। তুলনামূলকভাবে ব্রাজিলে iPhone 14 Pro-এর দাম শুরু হয় ১,৪৫৮.৫১ (প্রায় ১৪৫,৩৬০ টাকা) থেকে।
ভ্যানিলা iPhone 14, যেটির মার্কিন যুক্তরাষ্ট্রে প্রারম্ভিক মূল্য ৭৯৯ ডলার ( ৬৪,০৬৭ টাকা), তুরস্কে ১,৬৯৯.৬৯ (প্রায় ১৫২,৯৯৭ টাকা)। ভারতে, iPhone 14 Pro ও iPhone 14-এর বেস মডেলের দাম যথাক্রমে ১,২৯,৯০০ ও ৭৯,৯০০ টাকা৷আসলে, তুরস্কে আইফোনের এত বেশি দামের কারণে সেখানে মারাত্মক অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো তুরস্কে মুদ্রাস্ফীতি ৮০ শতাংশে পৌঁছেছে। গত বছরের তুলনায় দেশে অ্যাপলের পণ্যের দাম বেড়েছে ২৫ শতাংশ।
সবচেয়ে সস্তা আইফোন
এমনকী ট্যাক্স যোগ করার পরেও, আইফোন সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সস্তা। এ বছর বিশ্বের অনেক দেশেই দাম বাড়িয়েছে অ্যাপল। এদিকে ভারতেও দাম বেড়েছে। iPhone 13 Pro গত বছর ১,১৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল, যেখানে iPhone 14-এর দাম ১,২৯,০০০ টাকা, যা গত বছরের মডেলের থেকে ১০,০০০ টাকা বেশি। তবে, iPhone 14-এর দাম iPhone 13-এর মতোই ৭৯,৯০০ টাকা রাখা হয়েছে।