iPhone 16 Offers: আইফোন ১৬- র দামে দুর্দান্ত অফার, কোথায় পাবেন এই ব্যাপক ছাড়? দাম কতটা কমছে?
iPhone 16: ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে আইফোন ১৬ মডেলে। এর সঙ্গে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। এটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।
iPhone 16 Offers: আইফোন ১৬ (iPhone 16) ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভারতে। বিক্রিও শুরু হয়েছে এই ফোনের। আইফোন ১৬- র দামে (iPhone 16 Offers) ব্যাপক ছাড় রয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart)। আইফোন ১৬- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০৯,৯০০ টাকা। ফ্লিপকার্ট থেকে আইফোন ১৬ কিনতে গেলে ক্রেতারা ২৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে যুক্ত রয়েছে অতিরিক্ত ৩০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। তবে এই অফার পাওয়া যাবে যদি আপনি নিজের আইফোন ১৩ মডেল এক্সচেঞ্জ করেন এবং ফোনের পরিস্থিতি ঠিকঠাক থাকে। এই এক্সচেঞ্জ অফারের সাহায্যে আইফোন ১৬- র দাম কমে হবে ৫১ হাজার টাকার আশপাশে। যদি ক্রেতা আইফোন ১২ এক্সচেঞ্জ করেন তাহলে এসচেঞ্জ অফার হিসেবে ২০ হাজার টাকা পর্যন্ত অফার পেতে পারেন। অন্যান্য সমস্ত ওয়েবসাইটের তুলনায় ফ্লিপকার্টের ক্ষেত্রেই আইফোন ১৬- র দামে সবচেয়ে বেশি এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। তাই যাঁরা নতুন আইফোন ১৬ কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই অফার নিঃসন্দেহে খুবই উপকারি হবে।
আইফোন ১৬- তে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন একনজরে
- আইফোন ১৬ মডেলে রয়েছে এ১৮ চিপসেট। দ্রুত গতিতে কাজ করবে এই চিপসেট।
- আগের তুলনায় আরও উন্নত এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে আইফোন ১৬ মডেলে। এছাড়াও রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা।
- এর আগে লঞ্চ হওয়া আইফোনগুলির তুলনায় আইফোন ১৬- র ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকার মতো সুবিধাও পাওয়া যাবে এই মডেলে।
- আইফোন ১৬ মডেলে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সিস্টেম, যেখানে যুক্ত রয়েছে একটি ২এক্স টেলিফটো জুম। ভাল এবং স্বচ্ছ ও স্পষ্ট ছবি তোলার জন্য এই জুম ব্যবহার করা যাবে। এছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর।
- ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে আইফোন ১৬ মডেলে। এর সঙ্গে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। এটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। কালো, সাদা, গোলাপি, টিল এবং আলট্রা মেরিন - এই পাঁচ রঙে আইফোন ১৬ লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের 'ফ্লিপ ফোন', দাম কেমন হবে? কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।