iPhone 16 Series: প্রি-বুকিং করলে আইফোন ১৬ সিরিজের ফোনের দামে কী কী ছাড় পাওয়া যাবে?
Apple iPhone 16 Series: অ্যাপেল স্টোর এবং ইন্ডিয়া আই স্টোরে আইফোন ১৬ সিরিজের জন্য প্রি-বুকিং করলে কেনার সময় ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার- এগুলি পাবেন ক্রেতারা। ফলে দাম অনেকটাই কমবে।
iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হয়েছে গত ৯ সেপ্টেম্বর। এই সিরিজের অ্যাপেল লঞ্চ করেছে আইফোন ১৬ (iPhone 16), আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro), আইফোন ১৬ প্লাস (iPhone 16 Plus) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) - এই চারটি মডেল। অনলাইন অ্যাপেল স্টোর (Apple Store) এবং অন্যান্য বড় রিটেল স্টোরে প্রি-অর্ডার করা যাবে আইফোন ১৬ সিরিজের এই ফোনগুলি। প্রি-অর্ডার করলে ক্রেতারা বেশ কিছুটা ছাড়ে কম দামে আইফোন ১৬ সিরিজের ফোন কিনতে পারবেন। ভারতে এখনও বিভিন্ন রিটেল স্টোর এবং ই-কমার্স সংস্থা থেকে আইফোন ১৬ সিরিজের ফোন কেনার জন্য উপলব্ধ হয়নি।
আইফোন ১৬ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে কোথায় কত টাকা অফার রয়েছে দেখে নিন
IndiaiStore অথবা iStore ওয়েবসাইটে আইফোন ১৬ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে বেশ কিছু অফার পাওয়া যাবে যদি ক্রেতারা প্রি-বুকিং করে থাকেন তাহলে। আইফোন ১৬ বেস মডেল যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৭৯,৯০০ টাকা। যদি ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং এসবিআই- এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। একই অফার প্রযোজ্য আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ডের ক্ষেত্রেও।
এর পাশাপাশি ক্রেতারা ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৬- র বেস ভ্যারিয়েন্ট কিনলে। এর সঙ্গে আবার ৬০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ক্রেতারা। তবে এক্ষেত্রে আইফোন ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ আছে এমন মডেল এক্সেচঞ্জ করতে হবে এবং ফোনের পরিস্থিতি-অবস্থা ভাল থাকতে হবে।
একই অফার প্রযোজ্য রয়েছে আইফোন ১৬ প্লাসের ক্ষেত্রে। অন্যদিকে আইফোন ১৬ প্রো মডেলের ক্ষেত্রে ৪০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকছে এবং একই এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা।
অ্যাপেল স্টোরে আইফোন ১৬ সিরিজের ফোনের জন্য কী কী অফার রয়েছে
এখানে প্রি-বুকিং করলে কোনও ক্যাশব্যাক পাওয়া যাবে না। তবে ক্রেতারা পুরনো ফোনের বদলে আইফোন ১৬ কিনলে থাকছে এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা। আইফোন ১৫ প্রো এক্সচেঞ্জ করলে ৬১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে ৫জি ফোন, কোন সংস্থার ফোনে সুযোগ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।