iPhone Scanner: আইফোনের স্ক্যানার, হাতের লেখাকে নিমেষে বদলে দেবে ডিজিটাল টেক্সটে
iPhone Features: আইফোনের মধ্যেই রয়েছে একটি ইনবিল্ট স্ক্যানার। তার সাহায্যেই এই কাজ করা সম্ভব।
iPhone Features: আইফোনের মধ্যেই রয়েছে একটি ইনবিল্ট স্ক্যানার (Scanner)। এর সাহায্যে ইউজারের হাতের লেখা (Hand Writing) ডিজিটাল টেক্সটে (Digital Text) রূপান্তর করা সম্ভব। অনেকেই হয়তো আইফোনে (iPhone) লুকিয়ে থাকা এই ফিচার এবং তার সুযোগ সুবিধার ব্যাপারে জানতেন না। আইফোনের মধ্যে থাকা ওই ইনবিল্ট স্ক্যানার শুধু যে ডকুমেন্ট স্ক্যান করে তাই নয়, হাতের লেখাকে অনায়াসে স্ক্যান করে ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করতে পারে। অতএব আইফোন ইউজারদের আলাদা করে কোনও থার্ড পার্টি স্ক্যানিং অ্যাপ ফোনে ইন্সটল করার প্রয়োজন নেই। যেকোনও ডকুমেন্ট স্ক্যান করে তা পিডিএফ- এও রূপান্তরিত করতে পারে আইফোনে থাকা এই ইনবিল্ট স্ক্যানার। তাই স্কুল-কলেজের ক্লাস হোক বা অফিস মিটিংয়ে যা নোট নেবেন তা ডিজিটাল টেক্সটে পরিণত করার জন্য আর সব আলাদা করে লেখালেখির প্রয়োজন নেই। বরং স্ক্যানিংয়ের মাধ্যমেই হাতে লেখা নোট ডিজিটাল টেক্সটে রূপান্তরিত হয়ে যাবে।
আইফোনের ক্যামেরার মাধ্যমেই এই পুরো কর্মকাণ্ড সম্পন্ন হবে। আর আইফোনের ক্যামেরায় বাজে হাতের লেখা কিংবা অস্পষ্ট বা বোঝা যাবে না এমন লেখা স্ক্যান করা সম্ভব হবে না। অতএব হাতের লেখা পরিষ্কার, স্পষ্ট, ঝরঝরে হওয়া প্রয়োজন। তাহলেই হ্যান্ড-রিটেন ডকুমেন্ট স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল টেক্সটে রূপান্তর করা সম্ভব হবে।
হাতে লেখা নোট কীভাবে ডিজিটালে টেক্সটে রূপান্তরিত করবেন?
- প্রথমে আইফোন ‘নোটস’ অ্যাপ খুলতে হবে
- এবার নতুন নোট তৈরি করতে বা আগে থেকেই রয়েছে এমন নোট খুলতে হবে
- যেকোনও একটা অক্ষর টাইপ করলেই নীচের দিকে ক্যামেরা আইকন দেখা যাবে
- এবার ক্যামেরায় ট্যাপ করলে সেখানে স্ক্যান টেক্সট অপশন পাবেন, সেখানে ট্যাপ করতে হবে
- এরপরই ক্যামেরা চালু হয়ে যাবে এবং ইউজারকে হাতে লেখা টেক্সটের উপর তা পয়েন্ট করতে হবে
- কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো টেক্সট ভাল করে স্ক্যান করে নেবে আইফোনে থাকা ক্যামেরা
- যতক্ষণ না টেক্সট ডিটেক্ট হয় ততক্ষণ পর্যন্ত ক্যামেরা ওইভাবে রেখেই অপেক্ষা করতে হবে
- টেক্সট ডিটেক্ট হয়ে গেলে ক্যাপচার মেনু অপশনে ট্যাপ করতে হবে
- একবার হাতে লেখা টেক্সট ক্যামেরা ডিটেক্ট হয়ে গেলে নোটস অ্যাপে তা ডিজিটাল টেক্সট হিসেবে সেভ হয়ে যাবে
- এই সহজ টিপসগুলো অনুসরণ করলেই সুবিধা পাবেন ইউজাররা।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির দুটো নতুন ফোন, কী কী?iPhone has an inbuilt scanner that can convert your handwritten notes into digital text