iQoo Phones: ভারতে আসছে আইকিউওও ১৫ ফোন, কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে?
iQoo 15: আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুণ মৌর্যা এক্স মাধ্যমে জানিয়েছেন, আইকিউওও ১৫ ফোন লঞ্চ হতে চলেছে ২৬ নভেম্বর। ই-কমার্স সংস্থা অ্যামাজনে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।

iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার দেশে আসছে আইকিউওও ১৫ ফোন। আইকিউওও ১৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৫ ফোন। এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট। OriginOS 6- এর সাহায্যে পরিচালিত হতে চলেছে আইকিউওও ১৫ ফোন।
ভারতে কবে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৫ ফোন
আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুণ মৌর্যা এক্স মাধ্যমে জানিয়েছেন, আইকিউওও ১৫ ফোন লঞ্চ হতে চলেছে ২৬ নভেম্বর। ই-কমার্স সংস্থা অ্যামাজনে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এর থেকে অনুমান, ভারতে আইকিউওও ১৫ ফোন লঞ্চের পর অনলাইনে তা কেনা যাবে অ্যামাজন থেকে। আপাতত এই ফোন সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। লঞ্চের সময় এগিয়ে আসলে আইকিউওও ১৫ ফোন সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।
Introducing the all-new #iQOO15, crafted for those who don’t wait for the future - they race towards it.
— iQOO India (@IqooInd) October 28, 2025
Experience performance that keeps you in the lead.
Save the date for November 26th.
What are you most hyped to experience? Tell us below! #iQOO15 #BeTheGOAT pic.twitter.com/KbNNZECaE0
ভারতে আসছে ভিভো সংস্থারও নতুন ফোন
ভিভো- র ফোনের ক্যামেরা এমনিতেই ইউজারদের বেশ পছন্দের। এবার আরও আধুনিক ক্যামেরা ফিচার নিয়ে আসছে ভিভো- র নতুন ফোন। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স৩০০ সিরিজ লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ভারতেও ভিভো- র এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। চিনে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো ফোন লঞ্চ হয়েছে। এই দুই ফোনই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিভোর এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো, এই দুই ফোন চিনে যেভাবে লঞ্চ হয়েছে, সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকবে। ভারতের পাশাপাশি ভিভো এক্স৩০০ সিরিজের ফোন দু'টি বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হতে পারে।























