iQoo 9T 5G: জুলাই নয়, অগস্টে ভারতে আসছে আইকিউওও ৯টি ৫জি ফোন, দেখুন সম্ভাব্য দাম ও ফিচার
iQoo 9T 5G India Launch: ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও ৯টি ৫জি ফোন কবে লঞ্চ হতে পারে, জেনে নিন।
iQoo 9T 5G: প্রথমে শোনা গিয়েছিল আইকিউওও ৯টি ৫জি (iQoo 9T 5G) ফোন ভারতে লঞ্চ হবে ২৮ জুলাই। তবে এবার ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইট অনুসারে শোনা গিয়েছে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও (Vivo Sub-Brand iQoo) সংস্থার এই ৫জি ফোন দেশে লঞ্চ হবে ২ অগস্ট। এর আগে আইকিউওও ইন্ডিয়া সংস্থাও ট্যুইটে তাদের ফোন লঞ্চের এই তারিখের উল্লখে করেছিল। তবে তারপর ট্যুইট ডিলিট করে দেওয়া হয়েছিল। তবে এবার অ্যামাজনের তরফে জানা গিয়েছে, ই-কমার্স সংস্থার আইকিউওও ই-স্টোরের মাধ্যমে এই ফোন লঞ্চ হবে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও ৯টি ৫জি ফোন। ভারতে এই ফোনের দাম হতে পারে ৫৫ হাজার টাকার আশপাশে।
প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ৯ সিরিজের চতুর্থ মডেল আইকিউওও ৯টি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অ্যামাজনে iQoo 9T 5G ফোনের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চ হলে এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। এর আগে iQoo 9, iQoo 9 Pro, iQoo 9 SE লঞ্চ হয়েছিল ভারতে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে আইকিউওও ১০ ফোন। অনুমান, এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ৯টি ৫জি ফোন। আলফা এবং লেজেন্ড রঙে লঞ্চ হতে পারে এই ফোন।
আইকিউওও ৯টি ৫জি ফোনের সম্ভাব্য ফিচার
- জানা গিয়েছে, আইকিউওও ৯টি ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে।
- নতুন ফোনে অর্থাৎ আইকিউওও ৯টি ৫জি মডেলে ৬.৭৮ ইঞ্চির একটি ই৫ অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- দুটো র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একটি হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি হল ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
- এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ক্যামেরায় ৪০এক্স জুম সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- অ্যামাজনে সেল শুরুর ২ দিন আগেই অফার একগুচ্ছ স্মার্টফোনে, কোন ফোন কত দামে পাবেন?