iQoo Smartphone: ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো, কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে?
iQoo Neo 9 Pro: চিনে এই ফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। অনুমান, চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে আসন্ন ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে।
![iQoo Smartphone: ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো, কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে? iQoo Neo 9 Pro Confirmed to Launch in India in February Check the Expected Specifications iQoo Smartphone: ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো, কবে লঞ্চ হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/5e894d1f5abfa449d75b3665c9283db61704277763459485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo)। এই কোম্পানির ফোন আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) চিনে লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। সঙ্গে ছিল আইকিউওও নিও ৯ (iQoo Neo 9)। ২০২৩ সাল অর্থাৎ গতবছর ডিসেম্বরেই এই দুই ফোন লঞ্চ হয়েছিল চিনে। এবার শোনা গিয়েছে, আইকিউওও নিও ৯ প্রো ভারতে লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসে। তবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি সংস্থা। যে ছবি এক্স মাধ্যমে দেখা গিয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে সাদা-লাল ডুয়াল টোনে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৯ প্রো ফোনে থাকতে পারে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় মডেলের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মিল থাকবে এই অনুমানই করা হচ্ছে। এমনকি ফিচার এবং স্পেসিফিকেশনেও সামঞ্জস্য থাকবে এমনটাই বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫১৬০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট- এইসব ফিচার নিয়ে। এছাড়াও এই ফোনে ছিল ৬.৭৮ ইঞ্চির AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
চিনে লঞ্চ হওয়া আইকিউওও ইও ৯ প্রো ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে HDR10+সাপোর্ট। ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS out-of-the-box- এর সাপোর্ট। এই ফোনের ডিয়াল রেয়ার ক্যামেরার প্রাইমারি সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ৫জি, 4G VoLTE, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।
মোটো জি৩৪ ৫জি
ভারতে ৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে মোটো রোলা 'জি' সিরিজের এই ফোন। এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোট জি৩৪ ৫জি ফোন। আগেই আভাস পাওয়া গিয়েছিল যে ৯ জানুয়ারি এই ফোন লঞ্চ হবে। এবার আনুষ্ঠানিক ভাবে ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে মোটোরোলা কর্তৃপক্ষ। এর আগে মোটো জি৩২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল দেশে। তারই সাকসেসর মডেল এবার ভারতে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো রেনো ১১ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)