Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো রেনো ১১ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
Oppo Reno 11 Series: ওপ্পো রেনো ১১ সিরিজের যে ছবি এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিট।
Oppo Smartphones: ওপ্পো রেনো ১১ সিরিজ (Oppo Reno 11 Series) খুব তাড়াতাড়ি ভারতের স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে ওপ্পো সংস্থা। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এর আগে শোনা গিয়েছিল, ওপ্পো রেনো ১১ সিরিজ (Oppo Reno 11 Series) একই সঙ্গে ভারতে এবং গ্লোবাল মার্কেটে অর্থাৎ বিশ্বের অন্যান্য বেশ কিছু দেশে লঞ্চ হবে। সম্প্রতি ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলের ছবি প্রকাশ্যে এসেছে। তার থেকে অনুমান, এই সিরিজের ফোন ভারতে আসতে আর বেশি দেরি নেই। অনুমান করা হচ্ছে, হয়তো জানুয়ারি মাসের শেষদিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ভারতে। ওপ্পো রেনো ১১ সিরিজে লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ ওপ্পো রেনো ১১ এবং প্রো মডেল অর্থাৎ ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোন। বেশিরভাগ প্রযুক্তি বিশেষজ্ঞের মতে জানুয়ারি মাসেই এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে ওপ্পো ইন্ডিয়ার তরফেও ঘোষণা করা হয়েছে যে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে কিছু লঞ্চ হতে চলেছে। ওপ্পো রেনো ১১ সিরিজের যে ছবি এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের পিছনের অংশে বাঁদিকে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। এর আগে টিপস্টার ঈশান আগরওয়াল আভাস দিয়েছিলেন যে ওপ্পো রেনো ১১ সিরিজ গ্লোবাল মার্কেট এবং ভারতে লঞ্চ হবে ১১ জানুয়ারি।
ওপ্পো রেনো ১১ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক একঝলকে
- ওপ্পো রেনো ১১ সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টে চিনে লঞ্চ হওয়া ফোনের মতো থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট (বেস মডেল) এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর (প্রো মডেল)। এছাড়াও ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোনে থাকতে ৬.৭৪ ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- ওপ্পো রেনো ১১ ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার Sony LYT600 সেনসর। অন্যদিকে রেনো ১১ প্রো ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর পেলেও খেতে দেয় না।
- এই দুই ফোনেই থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ওপ্পো রেনো ১১ ফোনে থাকতে পারে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। অন্যদিকে রেনো ১১ প্রো ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ৪জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?