iQoo Neo 9 Pro: আইকিউওও নিও সিরিজের নতুন ফোন আসছে ভারতে, কবে কোন মডেল লঞ্চ হবে?
iQoo Smartphones: অনুমান করা হচ্ছে, ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোনের দাম ৪০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। যদিও এই প্রসঙ্গে আইকিউওও সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি।
iQoo Neo 9 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) কোম্পানির নতুন ফোন আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro)। আইকিউওও নিও সিরিজের (iQoo Neo Series) এই ফোন আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। দেশে লঞ্চের পর আগ্রহীরা এই ফোন কিনতে পারবেন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে জানিয়েছে সংস্থা। গতবছর ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। সেই মডেলে ছিল মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট ৯৩০০ চিপসেট। জানা গিয়েছে, ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোন লাল এবং সাদা রঙে অর্থাৎ ডুয়াল টোনে লঞ্চ হতে চলেছে। এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অনুমান করা হচ্ছে, ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোনের দাম ৪০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। যদিও এই প্রসঙ্গে আইকিউওও সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। কোন র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন ভারতের বাজারে লঞ্চ হবে তাও জানা যায়নি।
চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৯ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে, একঝলকে দেখে নেওয়া যাক
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাআহয্যে পরিচালিত হয় আইকিউওও নিও ৯ প্রো ফোনের চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্ট।
- এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত আছে।
- আইকিউওও নিও ৯ প্রো ফোনের চিনে লঞ্চ হওয়া মডেলে ৫১৬০ এমএইএচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- এই ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৯ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের মিল থাকতে পারে। তবে আইকিউওও নিও ৯ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট সম্পর্কে সংস্থার তরফে কোনও ফিচার এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে নয়া ইয়ারবাডস, থাকবে নজরকাড়া ফিচারও