এক্সপ্লোর
Advertisement
OnePlus Buds 3: ওয়ানপ্লাসের নতুন ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে নয়া ইয়ারবাডস, থাকবে নজরকাড়া ফিচারও
OnePlus Earbuds:
OnePlus Buds 3: ওয়ানপ্লাস সংস্থার একটি ইয়ারবাডস (OnePlus Earbuds) লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি এই ইয়ারবাডস লঞ্চ হবে। ওয়ানপ্লাস সংস্থার তরফে জানানো হয়েছে এই ডিভাইস একটি ওয়্যারলেস ইয়ারফোন (True Wireless Earbuds) হতে চলেছে যা ভারত ছাড়াও ইউরোপ এবং উত্তর আমেরিকাতেও লঞ্চ হবে। সম্প্রতি ওয়ানপ্লাস বাডস ৩ (OnePlus Buds 3) লঞ্চ হয়েছে চিনে। অনুমান করা হচ্ছে, চিনে লঞ্চ হওয়া মডেলের ফিচার এবং স্পেসিফিকেশনের সঙ্গে ভারতের লঞ্চ হতে চলা ইয়ারবাডসের মিল থাকবে।
ওয়ানপ্লাস বাডস ৩- এই ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে (সম্ভাব্য), দেখে নেওয়া যাক
- এই ওয়্যারলেস ইয়ারবাডসে ১০.৪ মিলিমিটারের ড্রাইভার থাকতে পারে। এছাড়াও তিনটি মাইক্রোফোন থাকার সম্ভাবনা রয়েছে। এই ইয়ারবাডসে থাকতে পারে Dynamic Bass টেকনোলজির সাপোর্ট। তার ফলে LHDC 5.0 হাই রেজোলিউশন আউটপুট পাবেন। এছাড়াও এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের মধ্যে থাকতে পারে 3D surround-space sound experience করার পরিষেবা। গেম খেলার ক্ষেত্রে ইউজাররা গেমের সাউন্ড এফেক্ট কাস্টোমাইজ করতে পারবেন।
- তিনটি পর্যায়ের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে ওয়ানপ্লাস বাডস ৩ মডেলে। এগুলি হল যথাক্রমে মাইল্ড, মডারেট এবং ডেপথ মোড। ১০ ডেসিবেল, ২০ ডেসিবেল এবং ৪৯ ডেসিবল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সাপোর্ট পাওয়া যাবে এই তিনটি মোডের মাধ্যমে। এছাড়াও থাকতে পারে লো ল্যাটেন্সি (গেমের জন্য উপকারি) এবং ট্রান্সপারেন্সি মোড। এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হওয়ার সম্ভাবনা তুলনায় কম।
- প্রতিটি ইয়ারবাডসে থাকতে পারে ৫৮ এমএএইচ ব্যাটারি। আর স্টোরেজ কেসে থাকতে পারে ৫২০ এমএএইচ বায়টারি। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাহায্যে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব হবে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অ্যাক্টিভেট থাকলে ব্যাটারি লাইফ পাওয়া যাবে প্রায় ৬.৫ ঘণ্টা পর্যন্ত। আর চার্জিং কেস সমেত প্রায় ২৮ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। অন্যদিকে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকলে একবার পুরো চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফের সাপোর্ট পাওয়া সম্ভব। অন্যদিকে চার্জিং কেস সমেত পাবেন প্রায় ৪৪ ঘণ্টা।
আরও পড়ুন- বাজেট ১০ হাজারের কম, অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কোন কোন ফোন কেনা যাবে?
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement