iQoo Smartphone: নতুন বছরের শুরুতে ভারতে কোন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
iQoo Neo 9 Series: টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে জানিয়েছেন আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর জানুয়ারি মাসে।
iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আইকিউওও নিও ৯ (iQoo Neo 9) এবং আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) - এই দুই ফোন ২৭ ডিসেম্বর চিনে লঞ্চ করবে। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসে আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি আইকিউওও নিও ৯ সিরিজের নতুন টিজার ভিডিও অনলাইন মাধ্যমে ফাঁস হয়েছে। সেখানে ফোনের ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। তবে আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি।
অন্যদিকে টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে জানিয়েছেন আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর জানুয়ারি মাসে। চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতের মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ডুয়াল টোন লাল এবং সাদা রঙে এই ফোন ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এখনও পর্যন্ত বেশিরভাগ ছবিতে এই দুই রঙের অপশনই লক্ষ্য করা গিয়েছে। মুকুল শর্মার এক্স পোস্টে বলা হয়েছে, আইকিউওও নিও ৯ প্রো ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। তবে চিনের ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে।
[Exclusive] Can confirm that the iQOO Neo9 Pro is soon launching in India. Expect the device to launch in the country in January. As for the Indian variant, it will be powered by the Snapdragon 8 Gen 2 processor.
— Mukul Sharma (@stufflistings) December 19, 2023
And, can confirm that this design variant is DEFINITELY coming to… pic.twitter.com/WbG7zc5pXJ
এর আগে আইকিউওও সংস্থার তরফে একটি টিজারে বলা হয়েছিল আইকিউওও নিও ৯ ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। অন্যদিকে আইকিউওও নিও ৯ প্রো ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। এবার দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে। শোনা গিয়েছে, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি OLED ডিসপ্লে হতে পারে এবং সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্ট থাকতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX920 সেনসর থাকতে পারে। তার সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে জানা না গেলেও এই ফোনে ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১৩ প্রো, কবে লঞ্চ? কত দাম হতে পারে?