iQoo Smartphones: লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ টার্বো ফোন, কী কী ফিচার থাকতে পারে?
iQoo Z9 Turbo: নতু ন এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে দেখে নিন একঝলকে।
iQoo Smartphones: ভিভো (Vivo) সংসস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে পারে আইকিউওও জেড৯ টার্বো (iQoo Z9 Turbo) ফোন। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে নতুন মডেল। আইকিউওও সংস্থার তরফ থেকে নতুন 'টার্বো' ফোন লঞ্চের কথা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে অনুমান আইকিউওও জেড৯ টার্বো ফোন লঞ্চ হবে খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, 1.5K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও সংস্থার নতুন ফোন। আপাতত এই ফোন নিয়ে কাজকর্ম চলছে বলে খবর।আর চিনেই সম্ভবত প্রথমে লঞ্চ হবে এই ফোন। তারপর আসবে গ্লোবাল মার্কেটে। আইকিউওও জেড৯ টার্বো ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এমনকি চিনেও এই ফোন কবে লঞ্চ হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কোনও দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।
শোনা যাচ্ছে, আইকিউওও জেড৯ টার্বো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন৩ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। তবে এই দুই তথ্যের কোনওটিই আইকিউওও সংস্থার তরফে ঘোষণা করা হয়নি। আইকিউওও জেড৯ টার্বো ফোন কেমন দেখতে হবে অর্থাৎ ফোনের ডিজাইন এবং সেখানে কী কী ফিচার থাকতে পারে সেই সম্পর্কে নিশ্চিত ভাবে এবং বিশদে কিছু জানা যায়নি।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। Brushed Green এবং Graphene Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন। এই ফোন কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, আইকিউওও ইন্ডিয়া স্টোর এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। আইকিউওও জেড৯ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- ভারতেও আসছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজ, থাকতে পারে এআই যুক্ত বিশেষ ফিচার