Itel Smartphone: ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে?
Itel P55T: আইটেল পি৫৫টি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
Itel Smartphone: ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি (Itel P55T) ফোন। এই ফোনে রয়েছে Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে এই ফোনে। আইফোনের মতো ডায়নামিক বার (Dianamic Bar) ফিচার রয়েছে এই ফোনে যেখানে নোটিফিকেশন ও অ্যালার্ট দেখতে পাবেন ইউজাররা। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি আইটেল পি৫৫টি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
ভারতে আইটেল পি৫৫টি ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে
এই ফোএন্র ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮১৯৯ টাকা। Astral Black এবং Astral Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
আইটেল পি৫৫টি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে আইটেল পি৫৫টি ফোনে। Android 14 (Go Edition)- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। আইটেল পি৫৫টি ফোনের উনবোর্ড র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এখানে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ডায়নামিক বার ফিচার। সেখানে নোটিফিকেশন দেখা যাবে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত মেন সেনসর রয়েছে। এর সগে আরও একটি ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাশ রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং একটি ফ্রন্ট ফ্ল্যাশ।
- আইটেল পি৫৫টি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার, ফিঙ্গারপ্রিন্ট সেনসর (বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য)। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ব্লুটুথ, Wi-Fi 802.11 ac/a/b/g/n, জিপিএস, ৪জি, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে।
- এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে ৪৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এই ফোনে। আর ১৫৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন- ভারতে হাজির ওপ্পোর নতুন ৫জি ফোন, রয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত?