Mobile Recharge Plan: বার বার রিচার্জ করতে গিয়ে বিরক্ত ? Jio, Airtel, Vi এনেছে ৮৪ দিনের এই প্ল্যান
Recharge Plans: মাত্র ২৮ দিনের প্ল্যান প্রতি মাসে রিচার্জ করে বিরক্ত হচ্ছেন ? আপানার জন্য রয়েছে দীর্ঘমেয়াদি মোবাইল রিচার্জ প্ল্যানের সুযোগ।
Recharge Plans: মাত্র ২৮ দিনের প্ল্যান প্রতি মাসে রিচার্জ করে বিরক্ত হচ্ছেন ? আপানার জন্য রয়েছে দীর্ঘমেয়াদি মোবাইল রিচার্জ প্ল্যানের সুযোগ। বর্তমানে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটি নেটওয়ার্ক Jio, Airtel, VI প্রায় ৩ মাস অর্থাৎ ৮৪ দিনের প্রি-পেইড প্ল্যান দিচ্ছে। এর সঙ্গে আপনি সব প্ল্যানে হাই-স্পিড ডেটা ও OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। জেনে নিন বিস্তারিত।
Jio-এর ৬৬৬ টাকার প্ল্যান
Jio-র ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যানে আপনি ৮৪ দিনের সুবিধা পাবেন। এতে প্রতিদিন আনলিমিটেড কলিং ১.৫ GB ডেটা ও ১০০ SMS পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে প্ল্যানে Jio TV, সিনেমা, ক্লাউডের নিরাপত্তার বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
Jio-এর ৭১৯ টাকার প্ল্যান
Jio-র ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১০০ টিSMS, আনলিমিটেড কলিং ও ২ GB ডেটা দেওয়া হয়। এর সঙ্গে Jio টিভি, মুভি, ক্লাউড ও সিকিউরিটির সাবস্ক্রিপশন ফ্রি অ্যাক্সেসও পাওয়া যায়। এই প্যাকের বৈধতা ৮৪ দিন থাকবে।
এয়ারটেলের ৭১৯ টাকার প্ল্যান
এই এয়ারটেল প্ল্যানে, আপনি বিনামূল্যে Hello Tune, Wink Music, Extreme App, Disney Plus Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। ৮৪ দিনের বৈধতার সঙ্গে এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কলিং, ১০০ SMS ১.৫ GB ডেটা প্রতিদিন দেওয়া হয়।
VI এর ৪৫৯ টাকার প্ল্যান
কোম্পানির এই রিচার্জ প্ল্যানে ৬ GB ডেটা পাওয়া যাচ্ছে, তবে এর সঙ্গে ৫ GB অতিরিক্ত ডেটাও পাওয়া যাচ্ছে। প্ল্যানের সঙ্গে আপনি সীমাহীন কলিং সহ Vi Movies ও লাইভ টিভিতে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকছে ৮৪ দিন।
VI এর ৭১৯ টাকার প্ল্যান
Vodafone Idea-র এই প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেটা, ১০০ SMS সহ ৫ GB অতিরিক্ত ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও, এই প্ল্যানটি বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার, ভি মুভিজ ও লাইভ টিভিতে আনলিমিটেড কলিং ও সাবস্ক্রিপশন ফ্রি অ্যাক্সেস অফার করে।
Airtel Tariff Rise: সর্বনিম্ন প্ল্যানেই বড় বদল
দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ১৫৫ টাকায় নতুন এন্ট্রি লেভেল প্ল্যান নিয়ে এসেছে। মঙ্গলবার সংস্থার মুখপাত্র জানান,মোবাইল রিচার্জের এই প্ল্যান প্রায় ৫৭ শতাংশ বাড়ানো হয়েছে। কোম্পানি জানিয়েছে- কর্ণাটক, বিহার ও রাজস্থানে নতুন পরিকল্পনা চালু করা হয়েছে। এখন থেকে সেখানে পুরনো ৯৯ টাকার রিচার্জ প্ল্যান পাওয়া যাবে না। গত বছরের শেষের দিকে ওড়িশা ও হরিয়ানায় পরীক্ষামূলকভাবে নতুন পরিকল্পনাটি চালু করেছিল এয়ারটেল।
Tiktok Layoffs: ভারতে সব কর্মী ছাঁটাই করল এই কোম্পানি,দেওয়া হবে ৯ মাসের বেতন