Lava Phones: ভারতে বাড়ছে দেশীয় সংস্থার ফোনের বাজার, আবার নতুন মডেল আনতে চলেছে লাভা কোম্পানি
Lava Agni 4: শোনা যাচ্ছে, লাভা অগ্নি ৪ ফোনের দাম ভারতে শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। তবে কোন কোন র্যাম ও স্টোরেজ নিয়ে লাভা অগ্নি ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

Lava Phones: লাভা অগ্নি ৪ (Lava Agni 4) লঞ্চ হতে চলেছে ভারতে। লাভা অগ্নি ৩- এর সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে এই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা ভারতীয় সংস্থা। দেশে এর আগেও অনেক ফোন লঞ্চ করেছে লাভা কোম্পানি। এবার আসতে চলেছে লাভা অগ্নি ৪ মডেল। ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে অনলাইনে নতুন ফোনের স্পেসিফিকেশন, ডিজাইন এবং দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে লাভা অগ্নি ৩ ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার আসছে তারই সাকসেসর মডেল। তবে এখনও লাভা অগ্নি ৪ ফোনের ভারতের লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। নির্দিষ্ট করে এই ফোন সম্পর্কে লাভা কর্তৃপক্ষও কিছু ঘোষণা করেনি এখনও। লাভা অগ্নি ৪ ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
লাভা অগ্নি ৪ ফোনের দাম ভারতে কত হতে চলেছে (সম্ভাব্য)
শোনা যাচ্ছে, লাভা অগ্নি ৪ ফোনের দাম ভারতে শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। তবে কোন কোন র্যাম ও স্টোরেজ নিয়ে লাভা অগ্নি ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। লাভা সংস্থা এখনও তাদের এই নতুন ফোন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
লাভা অগ্নি ৪ ফোনে কী কী ফিচার, স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন
- এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা মডিউল। ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে হবে এই ক্যামেরা মডিউল। দুটো লেন্স ছাড়াও থাকবে, একটি এলইডি ফ্ল্যাশ লাইট।
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট পাওয়া যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। তবে লাভা সংস্থা এখনও লাভা অগ্নি ৪ ফোন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
লাভা সংস্থা তাদের 'ব্লেজ' সিরিজের দুটো ফোন একসঙ্গে লঞ্চ করতে চলেছে ভারতে। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ AMOLED ২ (Lava Blaze AMOLED 2 5G) এবং লাভা ব্লেজ ড্রাগন (Lava Blaze Dragon) - এই দুই ফোন। এখনও অবশ্য লাভা সংস্থার 'ব্লেজ' সিরিজের এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, এই দুই ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে।























