Lava Mobiles: মেটালিক ডিজাইনে আসছে লাভা- র ঝকঝকে ফোন লাভা অগ্নি ৪ মডেল
Lava Agni 4: একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে।

Lava Mobiles: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা লাভা- র নতুন ফোন লাভা অগ্নি ৪ মডেল। নভেম্বর মাসে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ৪ ফোন। মাঝামাঝি রেঞ্জে দাম হতে পারে এই ফোনের। অর্থাৎ সাংঘাতিক বেশি হবে না। একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। আগের মডেলের তুলনায় ডিজাইনের আপগ্রেড হবে লাভা অগ্নি ৪ ফোনে।
Forged from metal—because plastic dreams shatter 🔥🔥🔥🔥#Agni4 #ComingSoon #LavaMobiles pic.twitter.com/Y7TyLecCiF
— Lava Mobiles (@LavaMobile) October 30, 2025
ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। তবে কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। লাভা অগ্নি ৪ ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে একটি ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ইউজাররা এই ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
২০২৪ সালে ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন, অক্টোবর মাসে
লাভা অগ্নি ৩ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ব্যাক প্যানেলেও রয়েছে ১.৭৪ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি টাচস্ক্রিন AMOLED ডিসপ্লে যেখানে স্মার্টফোনের কিছু ফিচার অ্যাকসেস করা যাবে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনের মূল ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। লাভা অগ্নি ৩ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এক্স চিপসেট রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- সাপোর্টে এই ফোন পরিচালিত হবে। লাভা অগ্নি ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের চার্জার। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে। এই একই কনফিগারেশনের মডেল চার্জার সমেত কেনা যাবে ২২,৯৯৯ টাকায়। লাভা অগ্নি ৩ ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা।






















