Mobile Customization: স্মার্টফোনে পাবেন কাস্টমাইজেশনের সুযোগ, এই কোম্পানি দিচ্ছে সুবিধা
Mobile Customization: আপনি যদি ফোনে কাস্টমাইজেশনের সুযোগ চান , তবে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আপনাকে তার নতুন লাভা অগ্নি 5জি স্মার্টফোনে নাম লেখার সুবিধা দিচ্ছে।
Mobile Customize Name: আপনি যদি ফোনে কাস্টমাইজেশনের সুযোগ চান , তবে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আপনাকে তার নতুন লাভা অগ্নি 5জি স্মার্টফোনে আপনার নাম লেখার সুবিধা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। এখন আপনি স্পোর্টস জার্সির মতো লাভা অগ্নি 5G মোবাইলে আপনার নাম প্রিন্ট করতে পারেন। এই কাস্টমাইজেশনের পরে আপনার ফোনটি অনন্য দেখাবে। জেনে নিন, নাম লেখার পাশাপাশি বৈশিষ্ট্য, দাম ও প্রক্রিয়া সম্পর্কে ।
Mobile Customize Name: জেনে নিন নাম লেখার প্রক্রিয়া
কোম্পানির মতে, এই নতুন কাস্টমাইজেশন হল প্রথম পার্সোনালাইজেশন ডিজাইন ফিচার । যা এই প্রথম নিয়ে এসেছে লাভা । এটি কোম্পানির ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে। এর জন্য আপনাকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ডিভাইসে লেখা নাম, আপনার ই-মেইল আইডি, মোবাইল নম্বর ও ওটিপির মতো তথ্য লিখতে হবে। তারপরে আপনি ফোনটি কিনতে পারবেন। তবে খুচরো দোকান থেকে কিনলে এই সুবিধা পাওয়া যাবে কি না, সেই তথ্য এখনও দেয়নি সংস্থা।
Lava Agni 5g Smartphone: লাভা অগ্নি 5G এর স্পেসিফিকেশন
১ লাভা অগ্নি 5G-তে একটি 6.78-ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। যা 90Hz এর রিফ্রেশ রেট ও 91.7 শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতের সঙ্গে পাওয়া যায়।
২ ফোনে MediaTek Dimensity 810 প্রসেসর দিয়েছে কোম্পানি।
৩ লাভা অগ্নি 5G-তে 8 GB RAM ও 128 GB স্টোরেজ রয়েছে।
৪ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজও বাড়াতে পারবে কোম্পানি ।
৫ লাভা অগ্নি 5G ফোনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, পাঁচ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ছাড়াও দুই মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।
৬ এই ফোনে সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন ক্রেতা।
৭ এই ডিভাইসে পাবেন 5,000mAh ব্যাটারি প্যাক। যা 30 ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট করে।
৮ লাভার এই ফোনটির দাম 23,999 টাকা রেখেছে কোম্পানি। তবে অফার ও ক্যাশব্যাকের পরে এটি 17,999 টাকায় কিনতে পারবেন আপনি।