Lava O2: ভারতে হাজির নতুন বাজেট ফোন লাভা ও২, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Lava Smartphones: আগামী ২৭ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। লাভা ও২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং লাভা ই-স্টোর থেকে।
Lava O2: ভারতে লঞ্চ হয়েছে লাভা (Lava Smartphones) সংস্থার নতুন বাজেট ফোন (Budget Smartphone)। এবার লঞ্চ হয়েছে লাভা ও২ (Lava O2) মডেল। এই ফোনে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি Unisoc T616 প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। লাভা ও২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর এই ফোনের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট।
ভারতে লাভা ও২ ফোনের দাম কত, কী কী রঙে এবং কবে থেকে ও কোথা থেকে কেনা যাবে?
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৪৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে লাভা ও২ ফোন। সংস্থার তরফে লঞ্চের পর ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে ৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। লাভা ও২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং লাভা ই-স্টোর থেকে। ইম্পিরিয়াল গ্রিন, ম্যাজেস্টিক পার্পল এবং রয়্যাল গোল্ড- এই তিনটি রঙে লাভা ও২ ফোন কেনা যাবে ভারতে।
লাভা ও২ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
- এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
- লাভা ও২ ফোনের ৮ জিবি ইনবিল্ট র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব ফোএর ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের মেন সেনসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ।
- লাভা ও২ ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনের ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- লাভা সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম সাপোর্ট পাওয়া যাবে।
- অন্যদিকে একবার পুরো চার্জ দিলে লাভা ও২ ফোনে প্রায় ৫০০ ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
- লাভা ও২ ফোনের ওজ প্রায় ২০০ গ্রাম। এই ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে 4G VoLTE, Bluetooth 5, GPRS, OTG, Wi-Fi 802.11 b/g/n/ac- এর সাপোর্ট।
- এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫, মিল থাকতে পারে কোন ফোনের সঙ্গে?