TWS Earphones: মাত্র ২৬ টাকায় ইয়ারবাডস! কোথায় কীভাবে পাবেন একনজরে দেখে নিন
TWS Earbuds: অ্যামাজন এবং লাভা ই-স্টোর থেকে লাভা প্রোবাডস ২১ ইয়ারবাডস কেনা যাবে। ২৬ জানুয়ারি অর্থাৎ আজ দুপুর ১২টা থেকে শুরু হবে এই বিশেষ ছাড়।
Earbuds: মাত্র ২৬ টাকায় পাওয়া যাবে ইয়ারবাডস (Earbuds) ! গত বছর ভারতে লঞ্চ হয়েছিল লাভা প্রোবাডস ২১ (Lava Probuds 21) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন। প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষ্যে এই ইয়ারবাডসের দামে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। মাত্র ২৬ টাকায় কেনা যাবে লাভা প্রোবাডস ২১ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। একবার চার্জ দিলে এই ইয়ারবাডসে চার্জিং কেস ছাড়া প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়াও চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ৪৫ ঘণ্টা পর্যন্ত ফুল চার্জ থাকবে বলে শোনা গিয়েছে। ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। হাই কোয়ালিটির সাউন্ড পাওয়া যাবে এই ইয়ারবাডস। অ্যামাজন এবং লাভা ই-স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ২৬ জানুয়ারি অর্থাৎ আজ দুপুর ১২টা থেকে শুরু হবে এই বিশেষ ছাড়। উল্লেখ্য, লাভা সংস্থার এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছিল ১৪৯৯ টাকায়। কালো এবং সাদা রঙে লঞ্চ হয়েছিল এই ইয়ারবাডস। এখন অবশ্য গ্লেসিয়ার ব্লু, ওশান ব্লু এবং সানসেট রেড- এই তিনটি রঙেও পাওয়া যাচ্ছে লাভা কোম্পানির এই ইয়ারবাডস।
লাভা প্রোবাডস ২১- এর স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.১ ওয়্যারলেস কানেক্টিভিটি। গেম খেলার সময় অনায়াসে এই ইয়ারবাডস ব্যবহার করা যায়। ইউজারের আশপাশের নয়েজ অর্থাৎ অপ্রয়োজনীয় শব্দ সরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই ইয়ারবাডসে।
- লাভার এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ২০ মিনিট চার্জ দিলে প্রায় ২০০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এখানে।
- এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত sweat and splash resistance ডিভাইস। এই ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল রয়েছে। তার সাহায্যে মিউজিক প্লেব্যাকের পাশাপাশি ফোনকল ধরা এবং ছাড়া সম্ভব।
Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও ইনফিনিক্সের (Infinix) নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ইনফিনিক্স নোট ১২আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
আরও পড়ুন- 'আমার কি স্নান করা উচিত?' ২০২২ সালে অ্যালেক্সাকে জিজ্ঞেস করা ভারতীয়দের প্রশ্নের তালিকা