Lava Phones: ভারতে আসছে লাভা শার্ক ২ ফোন, কেমন হবে ক্যামেরা ফিচার?
Lava Shark 2: লাভা শার্ক ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ২ ফোন।

Lava Phones: লাভা ভারতের নিজস্ব সংস্থা। দেশীয় এই কোম্পানি এবার ভারতে আনতে চলেছে লাভা শার্ক ২ মডেল। এই ফোন লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ৫জি মডেলের সাকসেসর হিসেবে। খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে লাভা শার্ক ২ ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে লাভা শার্ক ২ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এই ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI ফিচারের সাপোর্ট থাকতে চলেছে।
৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে লাভা শার্ক ২ ফোনে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে মিল থাকতে চলেছে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনের ক্যামেরা মডিউলের। টিজার ইমেজে দেখা গিয়েছে এলইডি ফ্ল্যাশও থাকবে এই ফোনের রেয়ার ক্যামেরার সঙ্গে। কালো এবং সোনালি রঙে লাভা শার্ক ২ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের ব্যাক প্যানেলে গ্লসি বা চকচকে ডিজাইন থাকবে। আর থাকবে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকের কোণে এই ক্যামেরা মডিউল থাকতে পারে বলে জানা গিয়েছে। আর নীচে লেখা থাকবে 'লাভা' ব্র্যান্ডিং। লাভা শার্ক ২ ফোনে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এই ডিসপ্লে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর থাকবে সেলফি ক্যামেরা সেনসর সেটিংয়ের জায়গা।
লাভা শার্ক ৫জি ফোন
এবছর মে মাসে লঞ্চ হয়েছিল এই বাজেট ৫জি ফোন। লাভা শার্ক ৫জি - এই ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর Unisoc T765 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত রয়েছে। ভার্চুয়াল ভাবে এই ইনবিল্ট র্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও লাভা শার্ক ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। স্টেলার ব্লু এবং স্টেলার গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন।























