Lava Smartphones: ১০ হাজার টাকার কম দামে ভারতে হাজির লাভা সংস্থার নয়া বাজেট স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে?
Lava Yuva 3 Pro: এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে দেশীয় সংস্থার নতুন বাজেট ফোন (Budget Phone)। এবার লঞ্চ হয়েছে Lava Yuva 3 Pro মডেল। তিনটি রং এবং AG গ্লাস ব্যাক সহ এই ফোনগুলি লঞ্চ হয়েছে। লাভা সংস্থার নতুন ফোনে Unisoc T616 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিং রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর যুক্ত রয়েছে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Lava Yuva 3 Pro ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। বর্তমানে Desert Gold, Forest Viridian, Meadow Purple- এই চারটি রঙে কেনা যাবে ফোনটি। কিনতে পারবেন লাভা ই-স্টোর এবং সংস্থার রিটেল নেটওয়ার্ক থেকে।
Lava Yuva 3 Pro ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি এবং তা আরও ৮ জিবি বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১৬ জিবি র্যাম থাকবে ফোনে। অ্যান্ড্রয়েড ১৪-র আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও থাকবে ২ বছরের সিকিউরিটি আপডেট।
- Lava Yuva 3 Pro ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা ফিচারের সাপোর্ট রয়েছে। একাধিক ক্যামেরা মোড রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সঙ্গে রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। লাভা সংস্থার দাবি, এই ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৮ ঘণ্টা টকটাইম এবং প্রায় ৫০০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনে একবার পুরো চার্জ দিলে ইউজার প্রায় ৪৬৮ মিনিট ইউটিউব প্লেব্যাক সাপোর্ট পাবেন।
আরও পড়ুন- রিয়েলমি 'সি' সিরিজের প্রথম ৫জি ফোন হাজির ভারতে, রয়েছে মিনি ক্যাপস্যুল ২.০ ফিচার, দাম কত?