Lenovo Tablet: ভারতে লঞ্চ হয়েছে Lenovo Tab M11, ২০ হাজার টাকার কমেই কিনতে পারবেন এই ট্যাব
Lenovo Tab M11: এই ট্যাবে রয়েছে ৭০৪০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এটি একটি IP52 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
Lenovo Tablet: ভারতে লঞ্চ হয়েছে Lenovo Tab M11, এই ট্যাব। দেশে এই ট্যাবের বিক্রিও শুরু হয়েছে। এই অ্যান্ড্রয়েড ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। লেনোভোর এই নতুন ট্যাবে রয়েছে ৭০৪০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। ভারতে ২০ হাজার টাকার কমেই কিনতে পারবেন Lenovo Tab M11, এই ট্যাব।
দেখে নেওয়া যাক ভারতে Lenovo Tab M11 ট্যাবের দাম কত, কোথা থেকে কেনা যাবে
দুটো কানেক্টিভিটি সিস্টেম নিয়ে লঞ্চ হয়েছে লেনোভোর নতুন ট্যাব Lenovo Tab M11, এর মধ্যে ওয়াই-ফাই অনলি অপশন যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার টাকা। অন্যদিকে Lenovo Tab M11 পাওয়া যাচ্ছে Lenovo Tab Pen সমেত। সেই ডিভাইসের দাম ২২ হাজার টাকা। লেনোভোর নতুন ট্যাব কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, লেনোভো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। এর পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও Lenovo Tab M11 ট্যাব কিনতে পারবেন আগ্রহীরা।
Lenovo Tab M11 ট্যাবে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে একনজরে দেখে নিন
- এই ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির WUXGA IPS LCD স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই স্ক্রিন TÜV Rheinland certification পেয়েছে। এখানে এউচডি কোয়ালিটির নেটফ্লিক্স স্ট্রিমিং পাবেন ইউজাররা।
- Lenovo Tab M11 ট্যাবে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ট্যাব পরিচালিত হবে Android 13-based UI - এর সাহায্যে। দু'বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ট্যাবে। এছাড়াও পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট।
- এই ট্যাবে ৮ জিবি LPDDR4x RAM এবং ১২৮ জিবি eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড স্পিকার যেখানে Dolby Atmos অডিও সাপোর্ট রয়েছে। লেনোভোর নতুন ট্যাবের সঙ্গে লেনোভো ট্যাব পেনের সাপোর্ট পাওয়া যাবে।
- Lenovo Tab M11 ট্যাবে রয়েছে ৭০৪০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এটি একটি IP52 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না এই ট্যাব। লেনোভোর এই নতুন ট্যাবের ওজন প্রায় ৪৬৫ গ্রাম।
আরও পড়ুন- ভারতে কত দামে কিনতে পারবেন Honor Pad 9, কী কী অফার থাকছে ক্রেতাদের জন্য